💔 শোক নয়, ভালোবাসায় ভরিয়ে দেওয়া এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি
স্ত্রী শেফালী জরীওয়ালার মৃত্যুর ৯ দিন পার হলেও যেন থেমে নেই শোকের ঢেউ। অভিনেত্রী ও মডেল শেফালীর অকালপ্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগী। শোকের মধ্যেও বারবার স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট করছেন তিনি। রবিবার, একগুচ্ছ পুরনো ছবি ভাগ করে নিয়ে পরাগ লিখেছেন, “তুমি যত বার জন্মাবে, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব।”
প্রেমভরা ছবির কোলাজে শেফালীকে স্মরণ
পরাগের ইনস্টাগ্রাম পোস্টে ধরা পড়েছে শেফালীর সঙ্গে কাটানো স্নেহময় মুহূর্ত। হাসিমুখের ছবি, ছুটি কাটানোর মুহূর্ত বা একান্ত ভালোবাসার সময়— সবই যেন প্রেমের জীবন্ত দলিল। তিনি লেখেন, “প্রতি বার তোমাকেই ভালবাসব। আমার গুন্ডি, আমার ছোকরি, তোমাকেই আমি ভালবেসে যাব।”
সন্দেহের চোখে তাকানো হয়েছিল পরাগের দিকে
স্ত্রীকে হারিয়ে শোকাতুর পরাগকেও পিছু ছাড়েনি নেটপাড়ার একাংশের সন্দেহের চোখ। ক্যামেরায় ধরা পড়া অশ্রুসিক্ত ছবি ঘিরে উঠেছিল নানা প্রশ্ন। অথচ শেফালী নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরাগের সঙ্গেই তিনি সবচেয়ে বেশি সুখী ছিলেন। আজ সেই ভালোবাসার সাক্ষী পরাগের প্রতিটি পোস্ট।
“শেফালী ছিল এক অগ্নিপিণ্ড”
শুধু স্ত্রী নয়, পরাগের চোখে শেফালী ছিলেন এক পরিপূর্ণ মানুষ। আগেও একটি পোস্টে তিনি লিখেছিলেন, “’কাঁটা লাগা’র জন্য সবাই ওকে মনে রাখবে, কিন্তু ওর গুণের গভীরতা অনেক বেশি। ও ছিল এক মাধুর্যময় অগ্নিপিণ্ড। বুদ্ধিদীপ্ত, লক্ষ্যে অটল।” এমন সঙ্গীকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন, তবু পরাগ তার সামর্থ্য দিয়ে সেই ভালোবাসা পৌঁছে দিতে চেয়েছেন অনুরাগীদের কাছে।
“ওর আলোয় সকলে আলোকিত হত”
পরাগ চান, শোক নয়, শেফালীকে স্মরণ হোক তাঁর আলোকিত সত্তার জন্য। জীবনের প্রতি তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণাদায়ী যাপনকেই মনে রাখতে চান তিনি। “ওর ঔজ্জ্বল্যে সকলে আলোকিত হত”— বলছেন পরাগ।
পরাগের পোস্টে ভালোবাসার যে ধারা বইছে…
শেফালীর প্রয়াণের পর প্রেম, যন্ত্রণা ও শ্রদ্ধার মিশেলে গড়ে ওঠা পরাগের প্রতিটি শব্দ যেন এক প্রেমকাব্য। তাঁর পোস্টে ভেসে এসেছে এক হৃদয়বিদারক প্রতিশ্রুতি— “যত বার জন্মাবে, তোমাকে আমি খুঁজে বার করব।”