দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সন্ধি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোলাবর্ষণ! জম্মুতে ফের পাক হামলা, ড্রোন নামাল ভারতীয় সেনা

সন্ধি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোলাবর্ষণ! জম্মুতে ফের পাক হামলা, ড্রোন নামাল ভারতীয় সেনা

📍 জম্মু, ১০ মে ২০২৫, রাত ৯:১১
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর অঞ্চল। পাকিস্তান আজ শনিবার আন্তর্জাতিক সীমান্ত (IB) ও নিয়ন্ত্রণ রেখা (LoC)-র একাধিক সেক্টরে আকস্মিক গোলাবর্ষণ শুরু করে, পাশাপাশি ড্রোন পাঠিয়ে নজরদারির চেষ্টাও চালায়।

সূত্রের খবর অনুযায়ী, বিএসএফ (Border Security Force)-কে পূর্ণ শক্তিতে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাক সেনার এই আকস্মিক হামলার পর ভারতও কড়া প্রতিরোধ শুরু করেছে।

🔴 গোলাবর্ষণ কোথায় কোথায় হয়েছে?
পাক সেনা জম্মুর আখনূর, রাজৌরি, ও আরএস পুরা সেক্টরে গোলাবর্ষণ চালায়। পাশাপাশি পালনওয়ালা সেক্টরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা।

🔴 ড্রোনের তৎপরতা ও ব্ল্যাকআউট:
রাজস্থানের পোখরান এবং কাশ্মীরের বারামুল্লায় দুটি সন্দেহজনক ড্রোন নামিয়ে ফেলা হয়েছে। এছাড়াও রাজৌরি ও সাম্বা জেলায় ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্রীনগর ও বারামুল্লায় সতর্কতামূলক ব্ল্যাকআউট জারি করা হয়েছে।

📣 জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে লেখেন—
“What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!”

🛡️ ভারতের জবাব:
ভারত সরকার জানিয়েছে, এই উসকানির বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হবে এবং দেশের সীমান্ত রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!