কলকাতা: কলকাতা ময়দান জমে উঠতে চলেছে ফের! পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে দুই প্রধান—ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ সামনে থাকায় দুই ক্লাবই ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে দিয়েছে।

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজ়ো ইতিমধ্যেই শনিবার রাতে শহরে পৌঁছে রবিবার থেকেই প্র্যাক্টিসে নামছেন। সঙ্গে এসেছেন আর্জেন্তিনীয় ডিফেন্ডার কেবিন সিবিয়ে এবং ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপেও এসে পড়েছেন। বাকি রয়েছেন শুধু মরক্কোর হামিদ আহাদাদ।
এদিকে মোহনবাগানের প্র্যাক্টিস শুরু হচ্ছে ২৮ জুলাই থেকে। ক্লাবের ময়দান প্রস্তুত হওয়ার পথে। ২৬ জুলাই থেকেই বিভিন্ন রাজ্য থেকে ফুটবলাররা শহরে আসতে শুরু করবেন। অনিরুদ্ধ থাপা ও বিশাল কায়েথরা প্রথমে মেডিকেল টেস্ট দিয়ে মাঠে নামবেন।

কোচ হোসে মোলিনা অগস্টের ২-৩ তারিখ নাগাদ শহরে আসছেন। সঙ্গে দিমিত্রি, কামিংস ও ম্যাকলারেনের মতো বিদেশিরাও আসবেন। সব মিলিয়ে অগস্টের প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে মোহনবাগানের সিনিয়র দলের ট্রেনিং শুরু হয়ে যাবে।
ডুরান্ড কাপে গ্রুপ পর্ব পেরোতে পারলে তখনই দলে বিদেশিদের অন্তর্ভুক্ত করা হবে বলে ক্লাব সূত্রে জানা গেছে। অন্যদিকে, ২৬ জুলাই কলকাতা লিগ ডার্বিতে ইস্টবেঙ্গল নামছে সিনিয়র ভারতীয় ফুটবলারদের নিয়ে। কোচ বিনো জর্জ চেষ্টা করছেন বিদেশিদের ছাড়াই ম্যাচ জেতার।
অন্যদিকে, মোহনবাগান ওই ম্যাচে রিজার্ভ বেঞ্চের উপর নির্ভর করলেও প্রস্তুত রাখা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স, কিয়ান নাসিরি, সুহেল ভাটদের।
ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৩ জুলাই। তার আগে থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি। সব মিলিয়ে নতুন মরসুমের আগে ফের প্রাণ ফিরে পাচ্ছে কলকাতার ফুটবল ময়দান।