দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মোদির মুখও নেকলেসে! কান ফিল্ম ফেস্টিভ্যালে রুচি গুজ্জরের সাহসী ফ্যাশনে চমক

মোদির মুখও নেকলেসে! কান ফিল্ম ফেস্টিভ্যালে রুচি গুজ্জরের সাহসী ফ্যাশনে চমক

ডিজিটাল ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গর্ব কান ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেই রেড কার্পেটে প্রতিবছরই নজরকাড়া ফ্যাশনে মাতিয়ে তোলেন বিশ্বের তারকারা। এবারে ২০২৫-এ ভারতীয়দের মধ্যেও সেই ঝলক ছিল বেশ স্পষ্ট। কিন্তু তার মধ্যেও একেবারে আলাদা নজর কাড়লেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জর—ফ্রেঞ্চ রিভেরাঁয় মোদির মুখখচিত নেকলেস পরে হাজির হয়ে!

রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে রুচির রেড কার্পেট লুক ছিল একেবারে অন্যরকম। তার লেহেঙ্গায় ছিল গোটা পট্টি ও জয়পুরি হ্যান্ডক্র্যাফটের ছোঁয়া, আর তার সঙ্গে সোনালি রঙের ডিপনেক ব্লাউজ। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল তাঁর গলায় ঝোলানো বিশেষ নেকলেস, যার লকেটে ছিল নরেন্দ্র মোদির মুখ! একদিকে পদ্মফুল আকৃতির কাঠামো, তার মধ্যেই প্রধানমন্ত্রীর প্রতিকৃতি—এ যেন রাজনীতির ছোঁয়ায় নতুন ফ্যাশনের সংজ্ঞা।

এই লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই। কেউ বলছেন, ‘ভারতীয় ঐতিহ্য ও রাজনৈতিক বার্তার সাহসী প্রকাশ’, কেউ বা একে বলছেন, ‘স্মার্ট মার্কেটিং’। তবে একথা অনস্বীকার্য, রুচি গুজ্জর এই পদক্ষেপে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে নজর কেড়েছেন।

কে এই রুচি গুজ্জর?

রাজস্থানী ঘরানায় বড় হয়ে ওঠা রুচি গুজ্জর ২০২৩ সালে হরিয়ানার এক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হন। এরপর তিনি বিভিন্ন মডেলিং প্রজেক্টে কাজ করে পৌঁছে যান মুম্বইয়ে। তবে বলিউডে প্রধান চরিত্রে কাজ পাওয়া কঠিন হয়ে পড়ে তাঁর জন্য। অডিশন দিতে গিয়ে বারবার ছোটখাটো বা পার্শ্বচরিত্রের প্রস্তাব পান তিনি। কিন্তু তাতে সায় দেননি রুচি।

মোদির মুখও নেকলেসে! কান ফিল্ম ফেস্টিভ্যালে রুচি গুজ্জরের সাহসী ফ্যাশনে চমক

সাক্ষাৎকারে রুচি জানান, বলিউডের তুলনায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তিনি বেশি আগ্রহী। ইতিমধ্যেই দুটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। এবার কান-এর রেড কার্পেটে অভিনব ফ্যাশন দিয়ে আন্তর্জাতিক স্তরে পরিচিত হয়ে উঠলেন রুচি।

তাঁর এই লুক নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। কেউ একে ‘দেশপ্রেমের অভিনব প্রকাশ’ বলছেন, কেউ বলছেন ‘ব্র্যান্ড বিল্ডিংয়ের অসাধারণ চাল’। তবে নিঃসন্দেহে বলা যায়, কান-এর ইতিহাসে মোদির মুখখচিত নেকলেস এই প্রথম। আর এই ব্যতিক্রমী সাহসী ফ্যাশনের পেছনে রয়েছেন এক তরুণী—রুচি গুজ্জর।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!