দেশের মাঠে মেসির চোখে জল
আর্জেন্টিনার মাটিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে আবেগ সামলাতে পারলেন না লিয়োনেল মেসি। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় চোখে জল চলে আসে বিশ্বজয়ী অধিনায়কের। স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে সেই আবেগ চেপে রাখতে পারেননি। উপস্থিত ছিলেন তাঁর সন্তানরাও। অনেকেই মনে করছেন, এটিই হয়তো দেশের মাঠে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
মাঠে অপ্রতিরোধ্য মেসি
আবেগে ভেসেও মাঠে স্বভাবসুলভ পেশাদার মেসি। ম্যাচে দুটি দুর্দান্ত গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জেতালেন তিনি।
- ৩৯ মিনিটে প্রথম গোল
- ৮০ মিনিটে দ্বিতীয় গোল
এর মাঝে লাউতারো মার্তিনেসের একটি গোল। প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে দাঁড়াতেই দিলেন না আর্জেন্টিনা।
অবসরের ইঙ্গিত
ম্যাচ শেষে মেসি বলেন—
“বয়সের যুক্তি মানলে হয়তো আগামী বিশ্বকাপে খেলা কঠিন। তবে খেলার ইচ্ছে আছে। প্রতিটা ম্যাচ ধরে এগোতে চাই। ফুটবল উপভোগ করতে না পারলে নিজেই সরে যাব।”
এই মন্তব্য থেকেই অবসরের জল্পনা আরও জোরালো। বিশ্বকাপে খেললেও তার পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াবেন কিনা, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
আর্জেন্টিনা সূচি ও ভক্তদের হতাশা
বিশ্বকাপের আগে আর দেশের মাটিতে কোনও ম্যাচ নেই আর্জেন্টিনার। ফলে প্রিয় আকাশি-সাদা জার্সিতে ঘরের মাঠে আর দেখা নাও যেতে পারে মেসিকে। ভক্তদের কাছে তাই ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে রইল বিশেষ স্মৃতি।
ব্রাজিলের জয়
অন্যদিকে, চিলিকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এস্তোভাও, লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারাস গোল করেন। লাতিন আমেরিকার দুই শক্তিধর দলই তাই বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে।
শেষকথা
মেসির দেশের মাঠে শেষ ম্যাচ ঘিরে ভক্তদের আবেগ তুঙ্গে। জোড়া গোল করে দলকে জেতালেও অবসরের ইঙ্গিত আরও পরিষ্কার। এবার দৃষ্টি বিশ্বকাপের দিকে—মেসি কি শেষবারের মতো বিশ্বমঞ্চ কাঁপাবেন, নাকি এখানেই শেষ হবে এক সোনালি অধ্যায়?