দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মেসি মানেই জয়! জোড়া গোল করে রোনাল্ডোকে ছাপিয়ে ইতিহাস গড়লেন এলএম১০, বিধ্বস্ত নিউইয়র্ক রেড বুলস

মেসি মানেই জয়! জোড়া গোল করে রোনাল্ডোকে ছাপিয়ে ইতিহাস গড়লেন এলএম১০, বিধ্বস্ত নিউইয়র্ক রেড বুলস

মেসি খেললে জয়, না খেললে নয়—এটাই এখন ইন্টার মায়ামির অমোঘ সত্য।
মেজর লিগ সকারে টানা পাঁচটি ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ষষ্ঠ ম্যাচে গোল না করতেই থমকে যায় ইন্টার মায়ামির জয়ের ধারা। রবিবার আবার সেই পুরনো ছন্দে ফিরলেন এলএম১০। নিউইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে তিনি করলেন জোড়া গোল, সঙ্গে একটি দুরন্ত অ্যাসিস্ট। তার জোরেই ৫-১ গোলের বিশাল জয় পায় ইন্টার মায়ামি।

রেড বুল অ্যারেনার এই ম্যাচের শুরুটা অবশ্য মোটেও সুখকর ছিল না মায়ামির জন্য। ১৪ মিনিটে আলেকজান্ডার হেকের গোলে পিছিয়ে পড়ে তারা। কিন্তু মেসির নেতৃত্বে দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। ২২ মিনিটে মেসির অসাধারণ অ্যাসিস্ট থেকে গোল করেন জর্ডি আলবা। এই মুহূর্তেই মেসির মায়াজাল ছড়াতে শুরু করে।

প্রথমার্ধেই গোল করেন তেলাসকো সেগোভিয়া, দুইবার—২৭ মিনিটে ও অ্যাডেড টাইমে। বিরতির পর দেখা যায় আসল মেসি ম্যাজিক। ৬০ মিনিটে বুস্কেটসের পাস ধরে গোলরক্ষককে বিভ্রান্ত করে অসাধারণ ফিনিশিং করেন মেসি। এরপর ৭৫ মিনিটে ফের গোল করে নিজের জোড়া গোল সম্পূর্ণ করেন।

এই জোড়া গোল মেসিকে এনে দিল এক নতুন রেকর্ড। ক্যারিয়ারে নন-পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়াল ৭৬৪, ছাপিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৭৬৩টি নন-পেনাল্টি গোলের রেকর্ড। সবমিলিয়ে মেসির ক্যারিয়ারে এখন ৮৭৪টি গোল, যেখানে তিনি রোনাল্ডোর চেয়ে ১৬৭টি ম্যাচ কম খেলেছেন।

২০০৭ সাল থেকে টানা ১৯ বছর ধরে প্রতি ক্যালেন্ডার ইয়ারে ৩০ বা তার বেশি গোলে অবদান রাখার নজিরও গড়েছেন মেসি।
এই কৃতিত্বের শুরু বার্সেলোনায়, তারপর পিএসজি হয়ে এখন ইন্টার মায়ামিতেও একই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি উঠে এসেছে ৫ নম্বরে। এখনও তাদের খেলা বাকি তিনটি ম্যাচ, যা উপরের দলগুলির তুলনায় কম।

পিএসজি-র বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপে হেরে গেলেও, সেই ম্যাচেও মেসির পায়ে বল মানেই ছিল প্রতিপক্ষের আতঙ্ক। এমনকি সুয়ারেজকে দেওয়া এক দুর্দান্ত পাসে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন তিনি, যদিও গোল হয়নি। এই ম্যাচ নিয়েই ইব্রাহিমোভিচ মন্তব্য করেছিলেন— “মেসি খেলছিল কিছু স্ট্যাচুর সঙ্গে।”

মেসি আজও প্রমাণ করছেন, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি শিল্প।
দিনের শেষে মেসি যখন মাঠ ছাড়েন, তখন দর্শকদের মুখে থাকে এক তৃপ্তির হাসি। কেরিয়ারের শেষ অধ্যায়ে এসেও তিনি যেভাবে গোল করে যাচ্ছেন, ইতিহাস তৈরি করে চলেছেন, তাতে একটাই কথা বলা যায়— যুবরাজ মেসি এখনও অপ্রতিদ্বন্দ্বী।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!