দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

একুশেপা ডট কম ডেস্ক:

মেজর লিগ সকারে ফের জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি। শেষ পাঁচটি ম্যাচে করেছেন ১০ গোল! পরপর ম্যাচে গোলের এই ধারায় ইন্টার মায়ামি এখন প্লে-অফ ও শীর্ষস্থানের দৌড়ে একেবারে সামনে।

নাশভিলের বিরুদ্ধে জোড়া গোল মেসির
সবশেষ ম্যাচে মেসির জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে দুরন্ত ফ্রি কিকে প্রথম গোল করেন তিনি। বাঁ পায়ের কারিকুরিতে তাক লাগিয়ে দেন গোটা স্টেডিয়ামকে। দ্বিতীয়ার্ধে নাশভিলের হয়ে হানি মুখতার সমতা ফেরালেও ৬২ মিনিটে উইলসের ভুলে দ্বিতীয় গোল করে ফের মায়ামিকে এগিয়ে দেন মেসি।

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

অবিশ্বাস্য ফর্মে মেসি: পরপর ৫ ম্যাচে একাধিক গোল
নিউ ইংল্যান্ড রেভোলিউশন, মন্ট্রিল ও কলম্বাসের বিরুদ্ধে পরপর ম্যাচে একাধিক গোল করে নজির গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেজর লিগ সকারের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করেছেন।

এই মরসুমে ১৬ ম্যাচে ১৬ গোল
মেসির গোলসংখ্যা এখন ১৬। সমসংখ্যক গোল রয়েছে নাশভিলের স্যাম সারিজের। তবে মেসির ফর্ম দেখে মনে হচ্ছে, পরের ম্যাচেই সোনার বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে আসবেন তিনি।

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

পয়েন্ট তালিকায় এখন কোথায় মায়ামি?
মায়ামি খেলেছে ১৯টি ম্যাচ, সংগ্রহ ৩৮ পয়েন্ট। বর্তমানে তারা পঞ্চম স্থানে। অন্যদিকে, ফিলাডেলফিয়া খেলেছে ২২ ম্যাচ, পয়েন্ট ৪৩। মায়ামি যদি পরবর্তী তিনটি ম্যাচ জেতে, তবে ৪৭ পয়েন্ট নিয়ে তারা উঠে আসবে এক নম্বরে।

শেষ পাঁচ ম্যাচে ১০ গোল মেসির! দুরন্ত ফর্মে শীর্ষে চোখ ইন্টার মায়ামির

⚽ মেসি মানেই ম্যাজিক!
মেজর লিগ সকারে মেসির আবির্ভাব বদলে দিয়েছে ইন্টার মায়ামির গতিপথ। এখন দল শীর্ষে যাওয়ার স্বপ্ন দেখছে। এমন ফর্ম থাকলে, সোনার বুট ও লিগ জয়ের দুটোই সম্ভব মেসির পক্ষে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!