একুশেপা নিউজ ডেস্ক | কলকাতা | ১৪ জুলাই, ২০২৫
দক্ষিণবঙ্গবাসীর জন্য আবারও চিন্তার খবর। এক নিম্নচাপ দুর্বল হতেই রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরের ওপর ফের তৈরি হল নতুন নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে টানা কয়েক দিন ধরে কলকাতা সহ একাধিক জেলায় চলবে বৃষ্টি। সমুদ্র উত্তাল, জারি হয়েছে সতর্কতা।
🌧️ বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
📍 সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি:
- দক্ষিণ ২৪ পরগনা
- পূর্ব মেদিনীপুর
- ঝাড়গ্রাম
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পূর্ব বর্ধমান
📍 অতি ভারী বৃষ্টির সম্ভাবনা:
- পশ্চিম মেদিনীপুর (৭–২০ সেমি)
📍 মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা:
- পূর্ব ও পশ্চিম বর্ধমান
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদিয়া
নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা ও বীরভূমে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে।
উত্তাল সমুদ্র, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উপর পর্যন্ত বিস্তৃত। এর ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় দমকা হাওয়া বইবে ৩৫–৫৫ কিমি বেগে। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যাওয়া একেবারে নিষিদ্ধ করা হয়েছে মৎস্যজীবীদের।

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
- সোমবার ভারী বৃষ্টি: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং
- মঙ্গলবার: উত্তর দিনাজপুর, মালদহ
সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
কলকাতার আজকের তাপমাত্রা (১৪ জুলাই)
- সর্বনিম্ন: ২৬.১° C (স্বাভাবিকের চেয়ে ০.৮° কম)
- সর্বোচ্চ: ৩২.৩° C (স্বাভাবিকের চেয়ে ০.৫° কম)
বর্ষার মধ্যভাগে এসে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে নতুন নিম্নচাপের দাপটে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নাগাড়ে এই নিম্নচাপ কত দিন চলবে, তা এখনই বলা না গেলেও, সপ্তাহজুড়ে বর্ষার দাপট চলবে বলেই পূর্বাভাস। সতর্ক থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না।