দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

২৫ বছর পর ফিরে আসছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, তুলসীর চরিত্রে স্মৃতি ইরানির ম্যাজিকাল কামব্যাক! কবে থেকে শুরু?

২৫ বছর পর ফিরে আসছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, তুলসীর চরিত্রে স্মৃতি ইরানির ম্যাজিকাল কামব্যাক! কবে থেকে শুরু?

২৫ বছর পর… ফিরছে ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, তুলসীর চরিত্রে আবার স্মৃতি ইরানি!

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত আসতে চলেছে! ২৫ বছর আগে যেই সিরিয়াল লক্ষ লক্ষ দর্শকের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল, সেই ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ আবার ফিরছে — এক নতুন গল্প নিয়ে, এক নতুন যাত্রায়, কিন্তু সেই পুরনো মায়া নিয়ে।

আর সবচেয়ে বড় খবর, এই নতুন অধ্যায়ে আবার তুলসীর চরিত্রে দেখা যাবে স্মৃতি ইরানি-কে।


প্রোমোতেই আবেগের ঝড়, ফিরে এলো সেই চেনা সুর

সোমবার রাতে চ্যানেল কর্তৃপক্ষ থেকে মুক্তি পাওয়া প্রথম প্রোমোতেই যেন ফিরে এল সেই ২৫ বছরের পুরনো স্মৃতি। একসাথে খেতে বসা একটি পরিবারের আলোচনার কেন্দ্রে যখন উঠে এলো ‘কিঁউকি…’, তখনই সেই আইকনিক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে পর্দায় উপস্থিত স্মৃতি ইরানি – তুলসীর চরিত্রে।

তিনি জল দিচ্ছেন তুলসী গাছে — এক নিখুঁত স্মৃতির পুনর্জন্ম।


কবে থেকে সম্প্রচার শুরু?

চ্যানেল সূত্রে নিশ্চিত হয়েছে, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি ২’ শুরু হচ্ছে ২৯শে জুলাই, রাত ১০:৩০ মিনিটে
চ্যানেলের প্রোমোতে লেখা, “২৫ বছর পর তুলসী ফিরছেন, এক নতুন কাহিনী নিয়ে। আবার তিনি প্রস্তুত প্রতিটি ঘরের সদস্য হতে।”


স্মৃতি ইরানির আবেগঘন প্রতিক্রিয়া

এই ঐতিহাসিক ফিরে আসা নিয়ে স্মৃতি ইরানি বলেন,
“কিছু সফর এমন হয়, যেখানে একটা বৃত্ত সম্পন্ন হয়। শুধুই পুরনো স্মৃতি নয়, নতুন উদ্দেশ্যও তৈরি হয়। ‘কিঁউকি…’ আমার জীবনে শুধু সাফল্যই নয়, এক আবেগও।”

তিনি আরও বলেন, “এই ধারাবাহিক আমাকে লক্ষ লক্ষ পরিবারের সঙ্গে যুক্ত করেছে। আমি গর্বিত, আজও তারা আমাকে মনে রেখেছে।”


একতা কাপুরের ঐতিহাসিক প্রোজেক্টে নতুন অধ্যায়

একতা কাপুরের ‘বালাজি টেলিফিল্মস’-এর এই প্রোজেক্ট ছিল ভারতীয় টেলিভিশনের এক নতুন দিগন্তের সূচনা। এখন এই ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ও তেমনই জনপ্রিয়তা পাবে কিনা, তা জানার জন্য অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

তুলসীর নতুন গল্প কী? তার জীবনে আবার কী ঘটতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের।


স্মৃতির সঙ্গে আবেগের সংযোগ, এবার নতুনভাবে

২৫ বছর আগে যেমন ‘কিঁউকি…’ দর্শকদের আবেগ জাগিয়েছিল, এবারও সেই একই উষ্ণতা নিয়ে ফিরছে ধারাবাহিকটি। আর এই সফরকে আরও বিশেষ করে তুলছে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন।

তাই প্রস্তুত থাকুন, ২৯ জুলাই রাত ১০:৩০-এ — আবার তুলসী ফিরছে আপনার ঘরে!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!