কৃষভির কান্না থামাতে বেদম প্রহার! গোপন ক্যামেরায় ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত শ্রীময়ী চট্টরাজ

কৃষভির কান্না থামাতে বেদম প্রহার! গোপন ক্যামেরায় ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তম্ভিত শ্রীময়ী চট্টরাজ

ঘটনার বিবরণ

চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাজের প্রয়োজনে অনেক সময় মেয়ে কৃষভিকে বাড়িতে পরিচারিকার তত্ত্বাবধানে রেখে যেতেন তিনি এবং স্বামী অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক। কিন্তু সেই সিদ্ধান্তই হয়ে উঠল দুঃস্বপ্ন।

শ্রীময়ীর বক্তব্য, কয়েক দিন আগে বিপত্তারিণী পুজোর সময় তাঁর মা নিজের বাড়ি চলে যান। সে দিন কাজের জন্য বাইরে ছিলেন শ্রীময়ী ও কাঞ্চন দু’জনেই। মেয়ে ছিল একা পরিচারিকার কাছে। ভরসা ছিল বাড়ির সিসিটিভি ক্যামেরা। কিন্তু সেই ক্যামেরাতেই ধরা পড়ল ভয়ঙ্কর ছবি।

অভিনেত্রী বলেন,
👉 “মেয়ে তখন কাঁদছিল। দেখি, পরিচারিকা মেয়েকে উপুড় করে মারছে! দৃশ্য দেখে আমি শিউরে উঠি। কাঞ্চন বলেছিল ওই মহিলার বিরুদ্ধে মামলা করবে।”


শুধু নির্যাতন নয়, চুরির অভিযোগও

একেই একরত্তি মেয়ের উপর অমানবিক আচরণ, তার উপর শ্রীময়ীর দাবি— পরিচারিকা নাকি বাড়ি থেকেও চুরি করেছে একাধিক দামি জিনিসপত্র

শ্রীময়ী জানান, কৃষভির উপর নির্যাতনের পর তিনি নতুন এক পরিচারিকা রাখেন। এর মধ্যেই আচমকা লক্ষ্য করেন, বাড়ি থেকে একে একে রুপোর থালা, প্রদীপ, কাঁসার পাত্র উধাও হয়ে যাচ্ছে। সন্দেহ হলে খোঁজখবর নেন আবাসনের নিরাপত্তারক্ষী-সহ অন্যান্যদের কাছে। তখনই প্রকাশ্যে আসে আরও এক সত্যি।

👉 শ্রীময়ীর দাবি,
“আমরা না থাকলে ওই পরিচারিকা সিসিটিভি বন্ধ করে দামি বাসন চুরি করে বাইরে পাচার করত।”


তারকা-দম্পতির দুশ্চিন্তা

এই ঘটনার পরে শ্রীময়ী-কাঞ্চন দম্পতি গভীরভাবে চিন্তিত। মেয়ে কৃষভিকে কোন ভরসায় রেখে বাড়ির বাইরে যাবেন— সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে।

ঘটনার জেরে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন তাঁরা। তবে আপাতত ঘটনার পরে রাতের ঘুম উড়ে গিয়েছে তারকা-দম্পতির।


নেটিজেনদের প্রতিক্রিয়া

খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন,

  • শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন।
  • অচেনা পরিচারিকাকে দায়িত্ব দেওয়ার আগে সঠিক ভেরিফিকেশন আবশ্যক।
  • তারকাদেরই নয়, সাধারণ মানুষও প্রতিনিয়ত এমন ঝুঁকির মধ্যে থাকেন।

শেষকথা

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের একরত্তি কন্যা কৃষভির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা আবারও মনে করিয়ে দিল— শিশু নিরাপত্তা ও গৃহপরিচারিকার উপর নজরদারি কতটা জরুরি

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!