কলকাতা:
মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মের হলুদ দাগ অতিক্রম করলে এবার আর শুধু সতর্কতা নয়, লাগতে পারে মোটা অঙ্কের জরিমানা। যাত্রীদের অসচেতন আচরণে বার বার ঘটছে দুর্ঘটনা, আর তাই এবার কড়া হচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ট্রেন না আসা পর্যন্ত হলুদ দাগের ওপারে গেলে আর রক্ষা নেই—দেখানো হবে ‘লাল কার্ড’, সঙ্গে জরিমানাও গুনতে হবে।
৪১ বছরের ইতিহাসে প্রথমবার কড়া পদক্ষেপ
গত চার দশক ধরে কলকাতার ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত মেট্রো রেল। যাত্রীসেবায় বহু উন্নয়ন হলেও, প্ল্যাটফর্মে দাঁড়ানোর নিয়মে এতটা কড়াকড়ি আগে কখনও দেখা যায়নি। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে প্রকাশিত নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেশনে ট্রেন ঢোকার আগে প্ল্যাটফর্মের হলুদ দাগ পেরোনো যাত্রীদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেন এই সিদ্ধান্ত?
দেখা গিয়েছে, অধিকাংশ যাত্রী ট্রেন ঢোকার আগেই চটপট উঠে পড়ার তাগিদে হলুদ দাগ পার করে দাঁড়িয়ে পড়েন। এতে শুধু ভিড় বাড়ে না, বরং বড় দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়। অতীতে বহুবার হুড়োহুড়ির মধ্যে পা পিছলে লাইনে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি কিছু ক্ষেত্রে আত্মহত্যার উদ্দেশ্যেও যাত্রীরা লাইনে ঝাঁপ দিয়েছেন।
বার বার সতর্কতা সত্ত্বেও সচেতনতা নেই
মেট্রো কর্তৃপক্ষের তরফে নিয়মিত পাবলিক অ্যাড্রেস সিস্টেমে সতর্কতা প্রচার করা হয়। স্টেশনে দায়িত্বরত আরপিএফ কর্মীরাও যাত্রীদের বারংবার সাবধান করে থাকেন। কিন্তু সচেতনতার অভাব থেকেই যাচ্ছে। একাংশ যাত্রী এই সতর্কতাকে গুরুত্বই দেন না।
নতুন নিয়মে কী কী পদক্ষেপ থাকছে?
- ট্রেন না আসা পর্যন্ত হলুদ দাগ পার হওয়া নিষিদ্ধ।
- এই নিয়ম ভাঙলে আরপিএফ কর্মীরা যাত্রীকে ধরতে পারলে সরাসরি জরিমানা আদায় করতে পারবেন।
- অপরাধের গুরুত্ব অনুযায়ী ‘লাল কার্ড’ দেখিয়ে ভবিষ্যতে প্রবেশেও বাধা দিতে পারেন।
- প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীদের জন্য সতর্কবার্তা
কলকাতা মেট্রো ব্যবহার করেন এমন সমস্ত যাত্রীদের জন্য এই নিয়ম মানা বাধ্যতামূলক। শুধুমাত্র নিজে নিরাপদ থাকা নয়, অন্য যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। আগামী দিনে এই নিয়ম ভাঙলে যাত্রীকে আর শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হবে না।
মেট্রো স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ সময়ের দাবি ছিল। কর্তৃপক্ষের এই উদ্যোগ যতটা জরুরি, ততটাই যাত্রীদের সহযোগিতাও প্রয়োজন। তাই মেট্রো যাত্রা করতে হলে, এবার থেকে নিয়ম মেনে হলুদ দাগের পেছনেই পা ফেলুন—নইলে ‘লাল কার্ড’ ও জরিমানা আপনার জন্য অপেক্ষা করছে।