দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কলকাতা মেট্রো সম্প্রসারণের পথে: এপ্রিলের শেষেই রুবি থেকে বেলেঘাটা রুট চালুর সম্ভাবনা

কলকাতা মেট্রো সম্প্রসারণের পথে: এপ্রিলের শেষেই রুবি থেকে বেলেঘাটা রুট চালুর সম্ভাবনা

কলকাতা আবারও একটি নতুন মেট্রো রুটের উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা এপ্রিলের শেষের দিকে শুরু করার পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। ৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারণ প্রকল্পটি শহরের মেট্রো যোগাযোগ আরও মজবুত করার লক্ষ্যে নেওয়া হয়েছে এবং এটি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে যাত্রীরা নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে যাতায়াত করতে পারছেন, যা নিউ গড়িয়া-এয়ারপোর্ট লাইনের অন্তর্গত — এই লাইনটি ‘অরেঞ্জ লাইন’ নামেও পরিচিত। রুবি থেকে বেলেঘাটা অংশ যুক্ত হলে মোট প্রায় ১০ কিলোমিটার অংশে ট্রেন চলবে। সম্পূর্ণ ৩২ কিলোমিটার করিডোরটি নির্মিত হলে এটি কলকাতার দীর্ঘতম মেট্রো রুটে পরিণত হবে।

এই নতুন অংশটি চালু হলে, যাত্রীরা দক্ষিণের দাক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান থেকে সরাসরি পূর্ব দিকের বেলেঘাটা পর্যন্ত মেট্রোয় যাত্রা করতে পারবেন। এর ফলে শহরের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ সংযোগ অনেকটাই উন্নত হবে।

নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত স্টেশনগুলো হল:
১. কবি সুভাষ (নিউ গড়িয়া)
২. সত্যজিৎ রায়
৩. জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর)
৪. কবি সুকান্ত (কালিকাপুর)
৫. হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)
৬. ভিআইপি বাজার (টেগোর পার্ক)
৭. ঋত্বিক ঘটক (পাঁচান্নগ্রাম)
৮. বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি)
৯. বেলেঘাটা

এই ছাড়াও, ২৪ এপ্রিল কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে একাধিক নতুন রেলস্টেশনের উদ্বোধন হতে চলেছে। মেট্রোর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে আরও কয়েকটি নতুন লাইনও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, শিয়ালদহ থেকে এসপ্লানেড পর্যন্ত রুটে রেল নিরাপত্তা কমিশনারের পরিদর্শন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই অংশটির দ্রুত চালুর ইঙ্গিত দিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!