Ad_vid_720X90 (1)
Advertisment
কলকাতা মেট্রো অ্যাপে একাধিক যাত্রীর টিকিট কাটার সুবিধা

কলকাতা মেট্রো অ্যাপে একাধিক যাত্রীর টিকিট কাটার সুবিধা

কলকাতা মেট্রোর নিজস্ব অ্যাপ ‘মেট্রো রাইড কলকাতা’তে এ বার এক সঙ্গে একাধিক যাত্রীর জন্য কিউআর কোড যুক্ত টিকিট কাটার সুবিধা চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরিষেবার মাধ্যমে যাত্রা শুরুর আগে যে কোনও যাত্রী স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে কিউআর কোড যুক্ত টিকিট কাটতে পারবেন। মোবাইলে টিকিট চলে এলে তিনি সহযাত্রীদের নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন।

সর্বাধিক চার জনের টিকিট

নতুন ব্যবস্থায় একসঙ্গে সর্বাধিক চার জন যাত্রীর টিকিট কাটা যাবে। তবে, যে যাত্রী মোবাইল অ্যাপ থেকে কিউআর কোডের টিকিট কাটবেন, তাঁকেই সেই কিউআর কোড মেট্রো স্টেশনের স্বয়ংক্রিয় গেটের স্ক্যানারের সামনে ধরে অন্য যাত্রীদের ঢোকার বা বেরোনোর ব্যবস্থা করতে হবে। একে একে সহযাত্রীরা পেরিয়ে গেলে, শেষ বার নির্দিষ্ট কোড স্ক্যান করে ওই যাত্রী নিজে ঢুকতে বা বেরোতে পারবেন।

টিকিট ভাগ করার সুবিধা

অ্যাপ থেকে কাটা টিকিট পরীক্ষামূলক ভিত্তিতে অন্য যাত্রীকে পাঠানোর সুযোগও থাকছে। তবে, সে ক্ষেত্রে যাত্রীদের সকলকে একসঙ্গে সফর করতে হবে।

সহজ লগইন ব্যবস্থা

মেট্রোর নতুন আপডেটে চার সংখ্যার পিন ব্যবস্থার সুবিধাও দেওয়া হয়েছে। আলফা-নিউমেরিক পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যার সমাধান হিসাবে নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে চার সংখ্যার পিন চালু করা হয়েছে। পুরনো ব্যবহারকারীরাও চাইলে পাসওয়ার্ড বদলে নতুন পিন ব্যবহার করতে পারবেন।

যাত্রীদের জন্য বাড়তি সুবিধা

নতুন ব্যবস্থা যাত্রীদের জন্য আরও সহজ এবং আরামদায়ক সফরের সুযোগ তৈরি করেছে। ডিজিটালাইজেশনের এই উদ্যোগ যাত্রী সুরক্ষা এবং সুবিধার দিক থেকেও ইতিবাচক ভূমিকা পালন করবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!