ইডেন গার্ডেন্স, কলকাতা:
শনিবারের ইডেনে ঝড় এসেছিল ঠিকই, তবে সেটা আবহাওয়ার নয়—কোহলি ও ফিল সল্টের ব্যাট থেকে। আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচেই ৭ উইকেটে হারল গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বেঙ্গালুরু ২২ বল হাতে রেখেই সহজ জয় তুলে নিল।
শুরু থেকেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল। বৃষ্টি হবে কি না, ম্যাচ বাতিল হবে কি না—এই চিন্তায় ছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে দর্শকরা পেলেন সম্পূর্ণ বিনোদনের প্যাকেজ—কোহলি-শাহরুখের নাচ, শ্রেয়া ঘোষালের গান, আর ব্যাট হাতে বিরাট কোহলির বিধ্বংসী ইনিংস।
টস হেরে দুর্ভাগ্য শুরু কেকেআরের
টস জিতে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটীদার ব্যাট না করে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, এবং তা কার্যত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কেকেআরের ইনিংসের শেষ দিকেই শিশির পড়তে শুরু করে, যার ফলে বল ধরতেই সমস্যায় পড়েন বোলাররা।
ব্যর্থ ওপেনিং, আলো ছড়ালেন রাহানে-নারাইন
প্রথম ম্যাচেই কেকেআরের ওপেনিং জুটি ব্যর্থ। কুইন্টন ডি’কক শুরুতেই ফিরলে চাপ সামাল দেন রাহানে ও সুনীল নারাইন। তাঁদের ১০৩ রানের জুটি ইনিংসে প্রাণ ফেরায়। রাহানে দুরন্ত স্ট্রাইক রেটে রান করেন, নারাইনও দেখালেন তাঁর ওপেনিং দক্ষতা এখনও অটুট।
২৩.৭৫ কোটির বেঙ্কটেশের হতাশাজনক শুরু
নিলামে হাইপ্রোফাইল চুক্তি হলেও বেঙ্কটেশ আইয়ার ব্যর্থ। ক্রুণাল পাণ্ড্যের কাছে পরাস্ত হয়ে হতাশ করলেন। শুধুমাত্র ফ্যানদের নয়, টিম ম্যানেজমেন্টকেও ভাবাচ্ছেন তিনি।
ক্রুণালের বোলিং দুর্দান্ত, শেষ পাঁচ ওভারে কেকেআর সংগ্রহ মাত্র ২৯
ক্রুণাল পাণ্ড্য চার ওভারে মাত্র ২৯ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। কেকেআরের শেষ পাঁচ ওভারে রান আসে মাত্র ২৯, যার ফলে স্কোরবোর্ড থেমে যায় প্রত্যাশার চেয়েও কমে।
কোহলি-সল্ট ঝড়ে উড়ে গেল কেকেআর
প্রত্যাবর্তন ঘটান কোহলি ও সল্ট। পাওয়ার প্লে-তেই ম্যাচের দিশা ঠিক করে দেন তাঁরা। সল্ট ফিরলেও, কোহলি নিজের আগ্রাসী মেজাজে ইনিংস শেষ করে বেঙ্গালুরুকে সহজ জয় এনে দেন।

দর্শকদের জন্য বিনোদনের ফুল ডোজ
শাহরুখ খানের নাচ, কোহলির ব্যাটিং, শ্রেয়া ঘোষাল ও দিশা পটানির পারফর্ম্যান্স—সব মিলিয়ে ইডেনে রথ দেখা আর কলা বেচা—দুটোই হল একসঙ্গে।