দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বিছানায় বিশাল কিং কোবরা! মাথা ঠান্ডা রেখে যা করলেন উত্তরাখণ্ডের ব্যক্তি, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠছেন নেটদুনিয়া

বিছানায় বিশাল কিং কোবরা! মাথা ঠান্ডা রেখে যা করলেন উত্তরাখণ্ডের ব্যক্তি, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠছেন নেটদুনিয়া

সাপের নাম শুনলেই গা শিউরে ওঠে। আর যদি সেটা হয় বিষধর কিং কোবরা, তাহলে তো কথাই নেই। কিন্তু উত্তরাখণ্ডের এক ব্যক্তি সম্প্রতি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যা অনেকের পক্ষে কল্পনাও করা কঠিন। বিছানায় বিশাল এক কিং কোবরা উঠে আসে, আর তিনি অবিশ্বাস্য ঠান্ডা মাথায় সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করেন। এখন সেই ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়াজুড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি শান্তভাবে নিজের বিছানায় বসে আছেন, আর বিছানার এক কোণে বিশাল একটি কিং কোবরা নড়াচড়া করছে। একাধিকবার সাপটি তার দিকে ফিরে তাকালেও, তিনি একটুও ভয় না পেয়ে ফোনে সেই মুহূর্ত রেকর্ড করেন।

ভিডিওর এক পর্যায়ে সাপটি ব্যক্তির মাথার একেবারে কাছে চলে আসে। এমনকি তার পায়ের পাশ দিয়েও চলে যায়। অবশেষে, সাপটি ধীরে ধীরে বিছানা ছেড়ে চলে যায়। তবে এক মুহূর্তে যখন সাপটি একেবারে সামনে চলে আসে, তখন নিরাপত্তার খাতিরে ওই ব্যক্তি দ্রুত সরে যান।

এই ভিডিও সামনে আসার পর থেকে নেটদুনিয়া দুই ভাগে বিভক্ত। একদল ওই ব্যক্তির অসাধারণ সাহসিকতার প্রশংসা করছেন, আবার অনেকে একে “পাগলামো” বলেও মন্তব্য করছেন। অনেকেই মন্তব্য করছেন, “এত ঠান্ডা মাথায় থাকা সত্যিই অসম্ভব!”, আবার কেউ লিখেছেন, “জীবন নিয়ে এত খেলাও ঠিক নয়!”

উল্লেখ্য, উত্তরাখণ্ডে প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে বহু বিষধর সাপেরও দেখা মেলে। বিশেষ করে বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় কিং কোবরা প্রায়শই দেখা যায়। এ ধরনের পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো জরুরি, নাহলে ঘটে যেতে পারে মারণ দুর্ঘটনা।

কী শিখলাম এই ভিডিও থেকে?

১. সাপ দেখলে প্রথমেই আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে।
২. নিজেদের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়াই বুদ্ধিমানের কাজ।
৩. বন বা সাপের এলাকা ঘেঁষা জায়গায় সতর্কতা অবলম্বন করা উচিত।

এই ঘটনা আবারও প্রমাণ করল, সাহস আর সতর্কতার মিশেলে অনেক কঠিন পরিস্থিতিও সামলানো যায়। তবে, বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষদের দ্রুত নিরাপদ দূরত্বে চলে যাওয়াই শ্রেয়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!