দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি! ডার্বি হ্যাটট্রিক স্ট্রাইকারকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন

মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি! ডার্বি হ্যাটট্রিক স্ট্রাইকারকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন

মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর! এক বছর পর আবারও সবুজ-মেরুনে ফিরলেন জনপ্রিয় ফরোয়ার্ড কিয়ান নাসিরি। চেন্নাইয়িন এফসি-তে একটি মরসুম কাটিয়ে নিজের পুরনো ক্লাব মোহনবাগানে ফিরলেন তিনি।

চেন্নাইয়িনে খেলার সুযোগ না পাওয়ার কারণেই কিয়ান নিজের পুরনো ক্লাবে ফিরতে চেয়েছিলেন। জানা গিয়েছে, তিনিই নিজে থেকে মোহনবাগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর অনুরোধে সাড়া দিয়ে ক্লাব তিন বছরের জন্য তাঁকে সই করিয়ে নেয়।

স্মৃতির পাতায় ফিরে দেখা…

২০১৯ সালে মোহনবাগানের আই লিগ জয়ী দলের সদস্য ছিলেন কিয়ান। তবে সবচেয়ে বেশি নজরে আসেন ২০২২ সালের কলকাতা ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করে। সেই ম্যাচে তাঁর নৈপুণ্যে তিনি হয়ে ওঠেন সবুজ-মেরুন ভক্তদের হৃদয়ের ‘হিরো’।

মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি! ডার্বি হ্যাটট্রিক স্ট্রাইকারকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন

চেন্নাইয়িনে সুযোগ কম, মন ভরেনি…

ওয়েন কয়েলের পরিকল্পনায় থাকলেও, গত মরসুমে কিয়ান মাত্র ছ’টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পান। একটিও গোল করতে পারেননি। ছিল মাত্র একটি অ্যাসিস্ট। ফলে নিজের ভবিষ্যতের কথা ভেবে মোহনবাগানে ফিরে আসাটাকেই শ্রেয় মনে করেন তিনি।

💬 কিয়ান নাসিরির বক্তব্য:

“ফের কলকাতায় ফিরে ভাল লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।”

জানা গিয়েছে, চেন্নাইয়ে যে পারিশ্রমিক পেতেন, মোহনবাগানে তার থেকে কিছুটা কম পারিশ্রমিকেই সই করেছেন কিয়ান। তবু ক্লাবের প্রতি আবেগেই রাজি হয়ে গিয়েছেন তিনি।

মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি! ডার্বি হ্যাটট্রিক স্ট্রাইকারকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন

মোহনবাগান ফ্যানদের আশাবাদ

এই চুক্তির পর আবারও ডার্বি হিরোর প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনা তুঙ্গে সবুজ-মেরুন শিবিরে। কোচের পরিকল্পনায় জায়গা করে নিয়ে ভবিষ্যতে নিজেকে আরও প্রমাণ করতে পারবেন কিনা, তা সময়ই বলবে। তবে ফ্যানদের আশা, পুরনো ফর্মে ফিরে মোহনবাগানকে গুরুত্বপূর্ণ ম্যাচে সাহায্য করবেন কিয়ান নাসিরি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!