হায়দরাবাদ, ১২ জুলাই:
অপরাধ জগতের বিস্তৃতি আজ আর শুধু রাস্তাঘাটেই সীমাবদ্ধ নয়—সাইবার দুনিয়াতেও লুকিয়ে রয়েছে অজস্র বিপদ। আর সেই বিপদের জট ছাড়াতেই এবার পর্দায় ফিরছে ‘স্পেশাল অপস 2’। মুক্তির আগে সিরিজের মুখ্য অভিনেতা কেকে মেনন (Kay Kay Menon), পরমিত শেঠি ও পরিচালক শিবম নায়ার-সহ টিম হাজির হলেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে (Indian Cyber Crime Coordination Centre বা I4C)।
🎯 সচেতনতার বার্তা দিতেই এই পদক্ষেপ:
এই সফরের মূল লক্ষ্য ছিল সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। I4C-এর ডিরেক্টর নিশান্ত কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘যখন কোনও বার্তা গল্পের আকারে, দক্ষ নির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে দেখানো হয়, তখন তা সহজেই মানুষের মনে গেঁথে যায়।’’ তাই সাইবার নিরাপত্তা সংক্রান্ত বার্তাকে জনমানসে পৌঁছে দিতে ‘স্পেশাল অপস 2’-এর মতো সিরিজ কার্যকর হতে পারে বলেই মনে করছেন তিনি।
🎬 স্পেশাল অপস 2 – আরও বড় মাপের লড়াই:
এই সিরিজে ফের একবার ‘হিম্মত সিং’ চরিত্রে কেকে মেনন। তাঁর কথায়, ‘‘হিম্মত সিং সবসময়ই বুদ্ধি, সাহস ও সহজাত প্রবৃত্তির সঙ্গে লড়ে। কিন্তু এবার লড়াইয়ের পরিধি অনেক বড়—হুমকি আসবে অপ্রত্যাশিত দিক থেকে।’’ সিরিজে আরও রয়েছেন প্রকাশ রাজ, করণ ট্যাকার, বিনয় পাঠক, গৌতমী কাপুর, মুজাম্মিল ইব্রাহিম এবং কালী প্রসাদ মুখোপাধ্যায়।
📺 প্রকাশের দিনক্ষণ ও প্ল্যাটফর্ম:
‘স্পেশাল অপস 2’ মুক্তি পাবে ১৮ জুলাই, জিও হটস্টার (JioHotstar)-এ। থ্রিল, সাসপেন্স আর দেশপ্রেমে ভরা এই সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।