তারাপীঠ, 22 অগস্ট: ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুক্রবার তারাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ও ভোগ নিবেদন। তন্ত্র ও শাস্ত্র মতে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই দিনেই মাকে নিবেদন করা হয় বিশেষ ভোগ। আজ সকাল থেকেই হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন তারামায়ের দর্শনে।
আমিষ ভোগে রকমারি পদ
তন্ত্র মতে, কৌশিকী অমাবস্যার পূজোয় থাকে আমিষ ভোগের বিশেষ আয়োজন। মন্দির সূত্রে জানা গিয়েছে, এদিন ভোগের থালায় ছিল পোলাও, ফ্রায়েড রাইস, ভাত, ডাল, সাত রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোলমাছ পোড়া, পাঁচ রকমের মিষ্টি ও পায়েস। দুপুরে গর্ভগৃহের দরজা বন্ধ রেখে দেবীকে ভোগ নিবেদন করা হয়। ভোগ শেষে পুনরায় দরজা খোলা হলে ভক্তরা পান দর্শনের সুযোগ।
বিশেষ পূজা ও রাজবেশে মা তারা

আজ ভোর থেকেই মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয়। ফুলে ফুলে সেজে ওঠেন দেবী তারা। পূজোয় নিবেদন করা হয় আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল ও ঘিয়ের প্রদীপ। শাস্ত্র মতে, কৌশিকী অমাবস্যায় সাধনা করলে ভক্তরা বিশেষ ফল লাভ করতে পারেন।
কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য
কথিত আছে, দেবী তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, শুম্ভ-নিশুম্ভ বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে কৌশিকী রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার বিশ্বাস করা হয়, এই তিথিতেই সাধক বামদেব তারাপীঠ শ্মশানে শ্বেত শিমূলতলায় সাধনা করে সিদ্ধিলাভের পর মা তারার দর্শন পান। সেই থেকেই তারাপীঠে মহা ধুমধামে পালিত হয় কৌশিকী অমাবস্যা।
দেশ-বিদেশ থেকে ভক্ত সমাগম
আজকের এই বিশেষ দিনে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত, সাধু ও সন্ন্যাসী ভিড় জমিয়েছেন তারাপীঠে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারারাত খোলা থাকবে মন্দির। ভক্তদের ঢল উপচে পড়ায় তিল ধারণের জায়গা নেই তারাপীঠে।
শেষকথা
কৌশিকী অমাবস্যা শুধু তন্ত্রসাধনার তিথিই নয়, এটি তারাপীঠের অন্যতম বৃহৎ উৎসব। দেবী তারার বিশেষ ভোগ ও পূজা দেখতে প্রতিবছর হাজার হাজার ভক্ত আসেন এখানে। বিশ্বাস, আজকের দিনে মা তারার পূজো ও সাধনা করলে সকল দুঃখ-কষ্ট দূর হয়ে জীবনে আসে নতুন আলো।