দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ডায়ানার রাজকীয় ফ্যাশনের ছোঁয়ায় কেট মিডলটন, ভাইরাল পোলকা ডট লুক

ডায়ানার রাজকীয় ফ্যাশনের ছোঁয়ায় কেট মিডলটন, ভাইরাল পোলকা ডট লুক

রাজপরিবারের ফ্যাশন মানেই রুচিশীলতা, ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিশেল। আর এই ধারাকেই যেন নতুন করে সামনে আনলেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে VE Day-র ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেটের পরনে দেখা গেল একটি ক্লাসিক পোলকা ডট মিডি ড্রেস, যা দর্শকদের মনে করিয়ে দিল প্রিন্সেস ডায়ানার আইকনিক স্টাইলকে।

এই সাদা-কালো পোলকা ডট মিডি ড্রেসটি ডিজাইন করেছেন ব্রিটিশ ডিজাইনার অ্যালেসান্দ্রা রিচ। ঢিলেঢালা গলা, হাতার গোঁড়ায় আঁটো কাট, কোমরে হালকা রুচিং — সব মিলিয়ে পোশাকটি ছিল স্বাচ্ছন্দ্যদায়ক, পরিপাটি এবং এক কথায় রাজকীয়।

শোনা যাচ্ছে, এই একই পোশাক কেট একবার ২০২৩ সালের গার্টার ডে-তে পরেছিলেন, তবে সেইবার স্টাইলিং ছিল একেবারে ভিন্ন। এবারের লুকে তিনি পরেছিলেন একটি কালো পালক ও ফুল দেওয়া ফ্যাসিনেটর, ডিজাইন করেছেন জুলিয়েট বটেরিল। জুতোর ক্ষেত্রে বেছে নিয়েছেন রালফ লরেনের সোনালি রঙের ক্যালফস্কিন পাম্প। আর হাতে ছিল ডেমেলিয়ারের একটি ছোট্ট টোফি রঙের ন্যানো ব্যাগ।

ডায়ানার রাজকীয় ফ্যাশনের ছোঁয়ায় কেট মিডলটন, ভাইরাল পোলকা ডট লুক
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ভিই ডে-র ৮০ বছর উপলক্ষে ক্লাসিক পোলকা ডট লুকে কেট মিডলটন।

এই পরিপাটি সাজের সবচেয়ে স্মরণীয় দিকটি হলো তাঁর গয়না নির্বাচন। কেট মিডলটন পরেছিলেন প্রিন্সেস ডায়ানার কলিংউড হীরার ও মুক্তার দুল, যা এক সময় ডায়ানাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। রাজকীয় স্টাইলের প্রতি শ্রদ্ধা জানাতেই হয়তো এই পছন্দ।

এই সব কিছু মিলিয়ে কেট মিডলটনের লুক শুধু স্টাইলিশই নয়, বরং আবেগঘনও। অনেকেই মনে করছেন, তাঁর এই সাজ প্রিন্সেস ডায়ানার ১৯৮৬ সালের এপসাম রেসেসে পরা সেই বিখ্যাত পোলকা ডট সেটটির আধুনিক পুনরাবৃত্তি। সেবার ডায়ানার পরনে ছিল চওড়া কাঁধ ও কোমর আঁটা দুই টুকরার একটি পোশাক।

ফ্যাশনপ্রেমীদের জন্য কী বার্তা?
কেট মিডলটনের এই লুক প্রমাণ করে দেয়, ক্লাসিক স্টাইল কখনও পুরনো হয় না। বরং সঠিক স্টাইলিংয়ের মাধ্যমে তা নতুন করে ফিরে আসতে পারে। প্রিন্সেস ডায়ানার প্রতি শ্রদ্ধা রেখে কেটের এই আধুনিক রাজকীয় লুক নিঃসন্দেহে অনুপ্রেরণা জাগাবে সকল ফ্যাশন অনুরাগীর মনে।

আপনিও যদি রাজকীয় স্টাইল ও ঐতিহ্যপ্রেমী হয়ে থাকেন, তাহলে কেট মিডলটনের এই পোলকা ডট লুক নিঃসন্দেহে আপনার পরবর্তী ফ্যাশন মুডবোর্ডের অনুপ্রেরণা হতে পারে!


আরও ফ্যাশন আপডেট, সেলিব্রিটি স্টাইল ও ট্রেন্ড জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে।

📌 প্রতিদিনের ফ্যাশন আপডেটের জন্য আমাদের ফলো করুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!