থাইল্যান্ডের কোনও এক সৈকতের ধারে হাসিমুখে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। সঙ্গে ছিলেন স্বামী, অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সোমবার রাতে শেয়ার করা ছবিতে দেখা যায় শ্রীময়ীকে ছুটির আমেজে, হালকা পোশাকে। কিন্তু ছবিটি সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসায় ভরিয়ে দেন, কেউ আবার তুলেন প্রশ্ন।

একজন নেটিজেন ছবিটির কমেন্টে লেখেন, “বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?” — এই কটাক্ষকে আর হালকাভাবে নেননি শ্রীময়ী। সাধারণত ট্রোল বা নেতিবাচক মন্তব্যে চুপ থাকলেও, এবার সরাসরি প্রতিক্রিয়া দিলেন তিনি।
শ্রীময়ীর তীব্র জবাব:
“আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।”
তবে এই মন্তব্যের কিছুক্ষণ পরেই নিজের পোস্ট মুছে ফেলেন শ্রীময়ী। কিন্তু ততক্ষণে নেটপাড়া জেনে গেছে সেই প্রতিক্রিয়ার কথা। আর সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছে কাঞ্চন-শ্রীময়ীর ব্যক্তিগত জীবন।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে—একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত জীবন কি এইভাবে সর্বসমক্ষে থাকা উচিত? না কি সামাজিক মাধ্যমের সীমাহীন মন্তব্যের চাপেই ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছে ব্যক্তিদের?