স্টাফ রিপোর্টার:
মাত্র ১৫ বছরের ব্যবধানে ভয়াবহ অবস্থা কবি সুভাষ মেট্রো স্টেশনে। ২০১০ সালের অক্টোবরে যাত্রা শুরু করা এই স্টেশনের আপ লাইনের চারটি পিলারে ফাটল ধরেছে। বসে গিয়েছে প্ল্যাটফর্ম ও লাইন। আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় স্টেশনটি। এখনও স্পষ্ট নয়, ঠিক কবে ফের চালু হবে এই স্টেশন।
ফাটল ধরল কেন? শুধুই কি রক্ষণাবেক্ষণের অভাব?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কবি সুভাষ মেট্রো স্টেশনটি যে এলাকায় তৈরি, সেটি একসময় ছিল জলাভূমি। সেইজন্য মাটির নিচের গঠন ছিল নরম, যা পিলার ও ভিত্তির স্থায়িত্বকে প্রভাবিত করেছে। এমনিতেই ওভারগ্রাউন্ড স্টেশন হওয়ায় বৃষ্টির জেরে আরও দুর্বল হয়ে পড়ে কাঠামো। তার উপর একটানা ভারী বৃষ্টিতে বেড়ে যায় সংকট।
মেট্রোর এক আধিকারিক জানান, “এই ধরনের ফাটল একদিনে হয় না। কিন্তু কর্তৃপক্ষ হয়তো গুরুত্ব বুঝতে পারেনি। গত সপ্তাহের টানা বৃষ্টিতেই পরিস্থিতি খারাপের দিকে যায়।”
কতদিন বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন?
সূত্রের খবর, এই স্টেশন মেরামতের জন্য অন্তত এক বছর সময় লাগতে পারে। ইতিমধ্যে পুজোর পর কাজ শুরুর পরিকল্পনা থাকলেও, তার আগেই বিপর্যয় নেমে আসে। এখন পরিস্থিতি এমন যে, পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত স্টেশন চালু করা সম্ভব নয়।
মেট্রো রেল জানাচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাত ও গঠনগত দুর্বলতাই এই ফাটলের মূল কারণ। যদিও প্রশ্ন উঠছে, এতবছর ধরে রক্ষণাবেক্ষণ ও ‘হেলথ মনিটরিং’ ঠিকভাবে চালানো হচ্ছিল কি না।
যাত্রীদের দুর্ভোগ চরমে
কবি সুভাষ স্টেশন থেকে বহু যাত্রী শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন ধরেন। স্টেশন বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরাই। মঙ্গলবারও বহু যাত্রী স্টেশনে এসে ফেরত গেছেন, কারণ তাঁরা জানতেনই না স্টেশন বন্ধ রয়েছে।
এক যাত্রীর কথায়, “সকালবেলায় এসে দেখি মেট্রো বন্ধ। কারও জানাবার নেই! কতদিন চলবে এই ভোগান্তি?”
রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন
বিগত কিছুদিন ধরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা দেখা দিচ্ছিল। প্রাথমিকভাবে পুজোর পর সংস্কারকাজ শুরু করার পরিকল্পনা থাকলেও, এখন তা জরুরি হয়ে উঠেছে। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে, তবে সময় লাগবে।
মেট্রো রেলের বক্তব্য, “ওভারগ্রাউন্ড স্টেশন হওয়ায় বেশি ক্ষতি হয়েছে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেশন আপাতত বন্ধ রাখা হয়েছে।”
সারাংশ:
- কবি সুভাষ মেট্রো স্টেশন আপাতত বন্ধ।
- ৪টি পিলারে ফাটল, বসে গিয়েছে প্ল্যাটফর্ম।
- এক বছর পর্যন্ত বন্ধ থাকতে পারে স্টেশন।
- জলাভূমির উপর নির্মাণ এবং অতিরিক্ত বৃষ্টি মূল কারণ।
- যাত্রীদের দুর্ভোগ চরমে।