টলিউড অভিনেতা এবং বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। দীর্ঘ অসুস্থতার পর সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র টলিউড। এদিন অভিনেতাকে শেষ বিদায় জানাতে গিয়ে দেখা গেল তাঁর প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়-কে।
বিচ্ছেদের পর দীর্ঘ ১০ বছর কোনও যোগাযোগ ছিল না তাঁদের মধ্যে। তবে অভিনেতার অসুস্থতার খবর পেয়েই ফের যোগাযোগ করেছিলেন অনন্যা। পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, হাসপাতালে এসেও দেখা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।
অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আবেগঘন প্রতিক্রিয়া
শেষ বিদায়ের মুহূর্তে অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন,
“আমরা সবাই শোকস্তব্ধ। এর থেকে বেশি আর কিছু বলার নেই। প্রত্যেকবার জয় লড়াই করে ফিরে এসেছে, আমরা ভেবেছিলাম এবারেও ফিরবে। কিন্তু তা আর হল না। অসুস্থতার খবর পেয়ে আমিই আবার যোগাযোগ করি। খোঁজ রাখতাম, এসেও দেখেছিলাম।”
তিনি আরও জানান, জয়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর বোন রুমি ইউএসএ থেকে ফিরে আসেন। গোটা পরিবার সর্বাত্মক চেষ্টা করলেও, শেষরক্ষা হয়নি।
টলিউডে শোকের ছায়া
জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবরে টলিউডের বহু তারকা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশ্রী রায়, চিরঞ্জিৎ চক্রবর্তী সহ অনেকে শোকপ্রকাশ করেছেন।
অভিনেত্রী দেবশ্রী রায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন—
“জয়ের কথা উঠলেই সিকিমের শ্যুটিংয়ের দিনগুলো মনে পড়ে। আমরা ছোটরা মিলে একবার নদী পেরিয়ে নেপাল সীমান্তে চলে গিয়েছিলাম। তখন জয়ের বোন রুমি সঙ্গে ছিল। আজও মনে পড়ে সেই অভিজ্ঞতা।”
শেষকথা
অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ প্রয়াণ টলিউড থেকে রাজনৈতিক মহল—সবখানেই শোকের ছায়া ফেলেছে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি প্রমাণ করে দিল, সম্পর্ক শেষ হলেও আবেগ কখনও মুছে যায় না।