বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকা। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরই অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। এরপর শুরু হয় তীব্র গুলির লড়াই।
সুরক্ষা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের গুলির পাল্টা জবাব দিতে শুরু করে। বর্তমানে সিংপোরা এলাকায় চলছে তল্লাশি অভিযান। আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
📌 ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সেনা কনভয়ের উপর জঙ্গি হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গি দমন অভিযান আরও তীব্র করা হয়েছে। দক্ষিণ কাশ্মীরে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
১৩ থেকে ১৫ মে-র মধ্যে শোপিয়ান এবং ত্রাল এলাকায় পৃথক দু’টি অভিযানে মোট ছয় জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী।
🛡️ ‘অপারেশন সিঁদুর’ এবং কৌশলগত সাফল্য
৬ মে রাতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ নামের একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চালায়। ওই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করা হয়। সেনার তরফে জানানো হয়েছে, এই অভিযান ছিল পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজে চালানো অভিযানেরই অংশ।
তবে এখনও পর্যন্ত ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গিকে ধরা যায়নি। এ বিষয়ে খোঁজখবর ও অভিযান অব্যাহত রয়েছে।
🔍 নিরাপত্তাবাহিনীর সতর্ক পদক্ষেপ
সাম্প্রতিক এই ঘটনার পর গোটা কিস্তওয়ার জেলায় চরম সতর্কতা জারি করা হয়েছে। সেনা, CRPF এবং স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে চলছে অভিযান। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অনুরোধ করেছে, কোনও রকম সন্দেহজনক কিছু দেখলে তা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য।