দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তাল বিশ্ব: মার্কিন হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, শঙ্কায় মধ্যপ্রাচ্য

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তাল বিশ্ব: মার্কিন হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, শঙ্কায় মধ্যপ্রাচ্য

তেহরান-তেল আভিভ সংঘাতে নতুন মোড়
মধ্যপ্রাচ্যে ফের দাউদাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রে মার্কিন হামলার ২৪ ঘণ্টার মধ্যে ইজ়রায়েল লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইজ়রায়েলের বিভিন্ন শহরে বাজতে শুরু করেছে বিপদ সংকেত সাইরেন।

রবিবার ভোরে মার্কিন হামলা
রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) ইরানের ফোরডো, নাতান্‌জ় এবং ইসফাহান পরমাণুকেন্দ্রে ভয়াবহ বোমা বর্ষণ করে আমেরিকা। ব্যবহার করা হয়েছে জিবিইউ-৫৭ ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ বা ‘বাঙ্কার বাস্টার’ বোমা, যা মাটির অনেক গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। পাশাপাশি, টোমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় মার্কিন নৌবাহিনীও।

ট্রাম্পের দাবি বনাম বাস্তব তথ্য
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পরমাণুকেন্দ্রগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। যদিও পেন্টাগনের সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতি “গুরুতর” হলেও, সম্পূর্ণ ধ্বংসের প্রমাণ মেলেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সময় লাগবে বলেই মত বিশ্লেষকদের।

পাল্টা হুঁশিয়ারি ও ক্ষেপণাস্ত্র জবাব
এই আগ্রাসনের জবাবে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে—তারা প্রতিশোধ নেবেই। সোমবার সকালেই ইজ়রায়েল লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স (IDF) দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

বিশ্বমঞ্চে তীব্র প্রতিক্রিয়া
রাশিয়া, চিন-সহ একাধিক দেশ এই মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। রাশিয়ার মতে, এই হামলা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন। পুতিনের ঘনিষ্ঠ মেদভেদেভ বলেন, “এই হামলার ফলে ইরান আরও বেশি পারমাণবিক কার্যক্রমে আগ্রহী হবে।” চিনও আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভাঙার অভিযোগ তোলে।

কূটনৈতিক তৎপরতা বাড়ছে
ইরানের বিদেশমন্ত্রী আরাগচি সোমবার মস্কো যাচ্ছেন পুতিনের সঙ্গে আলোচনার জন্য। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক রয়েছে। এই সংকটে রাশিয়া আমাদের পাশে থাকবে।”

ট্রাম্পের বার্তা ও সমর্থন
নিজের Truth Social অ্যাকাউন্টে একাধিক বার ট্রাম্প মার্কিন সেনার প্রশংসা করেছেন। তাঁর মতে, এই হামলায় ইরানের পরমাণু ক্ষমতা ‘প্রায় শেষ’ হয়ে গিয়েছে।

খামেনেইর কঠোর বার্তা
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই রবিবার জানান, ইজ়রায়েল ‘বড় ভুল’ করেছে এবং শাস্তি অনিবার্য। তিনি বলেন, “জায়নবাদী শত্রুরা শাস্তি পাবেই, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।”

হোয়াইট হাউসে নিরাপত্তা বৈঠক
সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প। পরিস্থিতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে সেখানে।

ইরান-ইজ়রায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে দিচ্ছে। এই উত্তেজনার আবহে নতুন করে ছায়াযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কূটনৈতিক স্তরে আলোচনার পথে না হাঁটলে, বিশ্বের একাধিক শক্তিধর রাষ্ট্র এই আগুনে জড়িয়ে পড়তে পারে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!