ডেস্ক রিপোর্ট | ২২ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার পারদ আরও চড়ল। ইজরায়েল-ইরান সংঘাতের মাঝে এবার সরাসরি সামরিক অভিযান চালাল মার্কিন সেনা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের পরমাণু প্রকল্পে বড়সড় হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র—ফোরদো, নাতানজ ও ইসফাহান-এ টার্গেটেড এয়ার স্ট্রাইক চালিয়েছে মার্কিন এয়ারফোর্স। এই অভিযানের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য—
“আমেরিকার সেনা সফলভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় অপারেশন সম্পন্ন করেছে। এখন সময় শান্তির।”
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
ট্রাম্প-নেতানিয়াহু কথোপকথন
হামলার ঠিক পরেই ফোনে কথা হয়েছে ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। নেতানিয়াহু ‘শক্তি থেকেই আসে শান্তি’ বার্তা দিয়ে ট্রাম্পের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
ইরানের পাল্টা হুঁশিয়ারি
ইরানের সরকারি মিডিয়ায় ট্রাম্পকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে,
“শুরুটা আপনি করলেন, শেষটা আমরা করব। প্রতিটি আমেরিকান নাগরিক, সেনা এখন আমাদের টার্গেট।”
ইজরায়েল ও আমেরিকার প্রতিক্রিয়া
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Yoav Gallant এক্স (পূর্বতন টুইটার)-এ লেখেন—
“ট্রাম্প একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে সারা বিশ্ব এখন কিছুটা হলেও নিরাপদ।”
President Trump took a bold decision for the United States, for Israel, for all of humanity.
— יואב גלנט – Yoav Gallant (@yoavgallant) June 22, 2025
The world is now a safer place 🇮🇱🫡🇺🇸
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা যাচ্ছে। তাঁর বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।