দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, বালিগামী সমস্ত ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, বালিগামী সমস্ত ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

জাকার্তা, ১৯ জুন ২০২৫:
পূর্ব ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি (Mount Lewotobi Laki-Laki) আগ্নেয়গিরি ভয়ঙ্করভাবে জেগে উঠেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে এই দ্বি-শৃঙ্গ বিশাল আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। মুহূর্তেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়া ও ছাইয়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে।

বিশেষজ্ঞ সংস্থা জানিয়েছে, ছাইয়ের স্তম্ভ উঠে গেছে প্রায় ১০ হাজার মিটার উচ্চতায়। এই ছাই এতটাই ঘন এবং বিস্তৃত যে এর জেরে বালি-গামী এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিমান সংস্থাটি। প্রাথমিকভাবে অন্তত ১২টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।


ক্ষয়ক্ষতি নেই, তবে দুর্যোগ সতর্কতা সর্বোচ্চ স্তরে

সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে অগ্ন্যুৎপাতের মাত্রা এতটাই ভয়াবহ যে দেশজুড়ে সর্বোচ্চ স্তরের চার পর্যায়ের দুর্যোগ সতর্কতা জারি করা হয়েছে। মেঘ ও ছাই একসঙ্গে উঠে যায় প্রায় ১৫৮৪ মিটার পর্যন্ত। ফলে আকাশপথে নিরাপদভাবে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।


কী হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A12145-এর সঙ্গে?

বালি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A12145 ফিরে আসে দিল্লিতে। আগ্নেয়গিরির কাছাকাছি পৌঁছানোর পরই পাইলট সোজা উড়ান ঘুরিয়ে দেন। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে এবং সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়।


অস্ট্রেলিয়া-সহ অন্যান্য দেশেও প্রভাব

শুধু ভারত নয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন বিমান সংস্থাও একই পদক্ষেপ নিয়েছে।

  • ভার্জিন অস্ট্রেলিয়া ব্রিসবেন, মেলবোর্ন ও বালির মাঝে সব উড়ান বাতিল করেছে।
  • জেটস্টার প্রথমে ৪টি ফ্লাইট বাতিল করে।
  • কোয়ান্টাস জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফ্লাইট রিভিউ চলছে।

এছাড়া টাইগার এয়ার (সিঙ্গাপুর) এবং চিনের জুনেও এয়ারলাইন্স-এর বহু বিমানও বাতিল হয়েছে বালির আন্তর্জাতিক বিমানবন্দরে।


ভ্রমণ পরিকল্পনা থাকলে কী করবেন?

🔴 এই মুহূর্তে বালি বা ইন্দোনেশিয়ায় যাত্রার পরিকল্পনা থাকলে, সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট ও অ্যাপ থেকে আপডেট চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🔴 ফ্লাইট বাতিল হলে রি-শিডিউল বা রিফান্ডের জন্য সংস্থার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন।
🔴 ঘন ঘন আপডেটের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করুন।

ইন্দোনেশিয়ার এই আকস্মিক অগ্ন্যুৎপাত আবারও প্রমাণ করল প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। যাত্রীরা নিরাপদে থাকুন, সতর্ক থাকুন এবং সরকারি নির্দেশ মেনে চলুন। পরিবেশগত এই দুর্যোগ দ্রুত নিয়ন্ত্রণে আসুক, এমনই কামনা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!