দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা, উদ্বেগে আটটি ক্লাব, ফেডারেশনের দ্বারস্থ তারা

Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা, উদ্বেগে আটটি ক্লাব, ফেডারেশনের দ্বারস্থ তারা

Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা! উদ্বেগে ক্লাবগুলিও, এবার তাদের সঙ্গে বৈঠকে ফেডারেশন

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরশুম নিয়ে এখন তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের আটটি বড় ফুটবল ক্লাব যৌথভাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-কে চিঠি দিয়ে জানিয়েছে—লিগ শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত না হওয়ায় তাদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। ফুটবলার-কোচদের সঙ্গে চুক্তি করানো, ট্রেনিং পরিকল্পনা ও প্রাক-মরশুম প্রস্তুতি প্রায় বন্ধ হয়ে গেছে অনেক ক্লাবে।

ক্লাবগুলির উদ্বেগ কী নিয়ে?

কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি ও পাঞ্জাব এফসি —এই আটটি দল AIFF সভাপতি কল্যাণ চৌবেকে যৌথভাবে একটি চিঠি দেয়। তারা জানায়, যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে তারা কার্যত লিগ থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হবে।

ফুটবলারদের রেজিস্ট্রেশন, চুক্তিপত্রে সই, কোচিং স্টাফ নিয়োগ—সব ক্ষেত্রেই জটিলতা তৈরি হয়েছে। বেশ কয়েকটি ক্লাব ইতিমধ্যেই আর্থিক সংকটে পড়েছে এবং অস্তিত্ব সংকটের মুখে।

ফেডারেশনের প্রতিক্রিয়া কী?

AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণন জানিয়েছেন, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে ফেডারেশনের সংবিধান সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায়, তারা কোনও বড় সিদ্ধান্ত নিতে পারছে না।

ফেডারেশন ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)-এর সম্প্রচার অধিকার সংক্রান্ত নতুন চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি। আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। সেই কারণেই নতুন মরশুমের সূচি বা কাঠামো এখনও ঘোষণা করা যায়নি।

আইএসএল কি এই সিজনে বন্ধ হয়ে যাবে?

না, এই মরশুমে আইএসএল বাতিল হবে না বলেই জানিয়েছেন AIFF সভাপতি কল্যাণ চৌবে। তিনি আশ্বাস দিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে নিয়ে চলতি বছরের মধ্যেই লিগ শুরু করার চেষ্টা করা হবে। তবে ঠিক কবে এবং কীভাবে তা শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

এখন কী হতে চলেছে?

আগামী দিনে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ফেডারেশন বৈঠকে বসবে। সেখানে সম্ভাব্য তারিখ, সম্প্রচার অধিকার, আইনি অবস্থান সহ নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ফুটবলপ্রেমীরা চাইছেন দ্রুত সমাধান হোক এই সমস্যার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!