ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ ড্র করলেও, ভারতীয় শিবিরে এসে গেল বড় দুঃসংবাদ। চতুর্থ টেস্টের প্রথম দিনেই ক্রিস ওকসের ডেলিভারিতে রিভার্স সুইপ মারতে গিয়ে বল পায়ে লাগে ঋষভ পন্থের (Rishabh Pant)। এরপরেও তিনি ব্যাট করলেও, আজ তাঁকে ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকতে দেখে গিয়েছিল আশঙ্কার মেঘ। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হল—পন্থ ছিটকে গেলেন চলতি সিরিজ়ের পঞ্চম তথা শেষ টেস্ট থেকে।
BCCI-র তরফে জানানো হয়েছে, পন্থের ডান পায়ের হাড়ে চিড় ধরেছে এবং তিনি ওভালের ম্যাচে খেলতে পারবেন না। বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “চতুর্থ টেস্টে রিশভ পন্থের ডান পায়ে আঘাত লাগে এবং হালকা ফ্র্যাকচার ধরা পড়ে। ফলে তিনি পঞ্চম টেস্টে খেলতে পারবেন না। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর পর্যবেক্ষণ করছে।”
🚨 𝗦𝗾𝘂𝗮𝗱 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 🚨
— BCCI (@BCCI) July 27, 2025
Rishabh Pant ruled out of fifth Test due to injury; N Jagadeesan named replacement.
All The Details 🔽 #TeamIndia | #ENGvIND
প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নারায়ণ জগদীশান
ঋষভ পন্থের অনুপস্থিতিতে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে নারায়ণ জগদীশানকে (Narayan Jagadeesan)। তামিলনাড়ুর ২৯ বছর বয়সি এই কিপার-ব্যাটার এর আগে CSK ও KKR-এর হয়ে আইপিএলে খেলেছেন। এবার প্রথমবার জাতীয় টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
জগদীশান প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমার। এখন পর্যন্ত ৫২টি ম্যাচে ৩৩৭৩ রান করেছেন ৪৭.৫০ গড়ে। রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি। গত রঞ্জি মরশুমে ৮ ম্যাচে করেছিলেন ৬৭৪ রান, গড় ছিল ৫৬.১৬। নির্বাচকরা তাই তাঁকে উপযুক্ত বিকল্প হিসেবে ভাবছেন।
ঈশান কিষাণ নিজেই ফিরিয়ে দিলেন জাতীয় দলে ডাক
প্রথমে শোনা গিয়েছিল ঈশান কিষাণ (Ishan Kishan) পন্থের বিকল্প হতে পারেন। নির্বাচক প্রধান অজিত আগরকর তাঁর সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু ঈশান জানান, কিছুদিন আগে স্কুটি থেকে পড়ে গিয়ে চোট পান এবং সেলাই পড়ে তাঁর পায়ে। এই অবস্থায় তিনি লন্ডন যেতে পারবেন না বলে জানিয়ে দেন। জানা গিয়েছে, তাঁর গোড়ালিতে গভীর চোট রয়েছে। ফলে তিনি নিজে থেকেই জাতীয় দলের প্রস্তাব নাকচ করেন।
চোট-আঘাত ক্রিকেটের অঙ্গ, তবে ঋষভ পন্থের অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য বড় ধাক্কা। ওভালে তাঁর অভাব পূরণ করতে পারবেন কি জগদীশান? সেই উত্তর সময়ই দেবে। আপাতত গোটা দেশ পন্থের দ্রুত আরোগ্য কামনা করছে এবং চোখ রাখছে নতুন উইকেটকিপারের প্রথম আন্তর্জাতিক চ্যালেঞ্জে।