ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট: অধিনায়কত্বে গিল, তবু কি অধিনায়ক হওয়ার বাসনা রয়েই গিয়েছে জাডেজার?

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট: অধিনায়কত্বে গিল, তবু কি অধিনায়ক হওয়ার বাসনা রয়েই গিয়েছে জাডেজার?

ভারত বনাম ইংল্যান্ড ২য় টেস্ট ২০২৫:
বার্মিংহামে দ্বিতীয় টেস্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে বিশাল ৫৮৭ রানের পাহাড় গড়ার পর দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের এই উত্তেজনাপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাডেজা।

জাডেজা কি এখনও অধিনায়কত্বের স্বপ্ন দেখেন?

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট: অধিনায়কত্বে গিল, তবু কি অধিনায়ক হওয়ার বাসনা রয়েই গিয়েছে জাডেজার?
রবীন্দ্র জাডেজা

ভারতীয় দলে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে খেলা জাডেজাকে সোজাসাপ্টা প্রশ্ন করা হয়—তিনি কি এখনও অধিনায়ক হওয়ার বাসনা পোষণ করেন? সদ্য টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন শুভমন গিল। এমন পরিস্থিতিতে জাডেজার উত্তর ছিল, “না, সেই সময়টা তো চলে গিয়েছে।” তাঁর জবাবে স্পষ্ট, তিনি এখন আর অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না, বরং ফোকাস করছেন দলের সাফল্যের দিকে।

তৃতীয় দিনের পরিকল্পনা কী টিম ইন্ডিয়ার?

দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়া ৫১০ রানে এগিয়ে। এই পরিস্থিতিতে তৃতীয় দিনের জন্য কী পরিকল্পনা? জাডেজা জানাচ্ছেন,
“আমরা খুব আগের কথা ভাবছি না। কাল লাঞ্চের আগে আরও দুই-তিনটে উইকেট নিতে পারলে আমরা অনেকটাই এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “ম্যাচ এখনও ওপেন। অতীতে আমরা অনেক বড় পার্টনারশিপ দেখেছি। তাই ম্যাচকে হালকাভাবে নিচ্ছি না।”

জবাব দিলেন জিতেন পটেলের মন্তব্যেরও

ইংল্যান্ডের বোলিং কোচ জিতেন পটেল দাবি করেছেন, তাঁদের এখনও “১০০ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে।” এই বক্তব্যকে যথেষ্ট পাত্তা দিলেন না জাডেজা। কড়া ভাষায় জানালেন,
“সাংবাদিক সম্মেলনে বসে যা খুশি বলা যায়। মাঠে নেমে পারফর্ম করতে হবে, ২০টি উইকেট তুলতে হবে। সেটাই আসল কাজ।”

জাডেজার অলরাউন্ড অবদান

এই ম্যাচে জাডেজা ব্যাট হাতে ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এখন নজর তাঁর বোলিংয়ের দিকেও। পিচের চরিত্র অনুযায়ী স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর সেখানে জাডেজার কাঁধে দায়িত্ব অনেকটাই।

ভারতীয় দল এখন ম্যাচে সুস্পষ্টভাবে এগিয়ে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তৃতীয় দিনে ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কি না, আর ভারতের বোলাররা দ্রুত উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন কি না, তা দেখার বিষয়। তবে জাডেজা স্পষ্ট করে দিয়েছেন, দলের জয়ে ফোকাস থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!