দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

পাক হামলার পর পাল্টা জবাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দৃপ্ত প্রতিফলন

পাক হামলার পর পাল্টা জবাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দৃপ্ত প্রতিফলন

৭ এবং ৮ মে-র মধ্যরাতে ও সন্ধ্যায় পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৫টি শহরে এবং পরবর্তীতে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারতীয় সেনা এই হামলার জবাবে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানায়।

প্রতিরক্ষা মন্ত্রক জানায়, পাকিস্তানের এই আগ্রাসনের মোকাবিলায় ভারত ব্যবহার করেছে রাশিয়া থেকে আমদানি করা S-400 Triumf এয়ার ডিফেন্স সিস্টেম, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এবং ইসরায়েলি Harop কিমিকাজি ড্রোন।

পাক হামলার পর পাল্টা জবাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দৃপ্ত প্রতিফলন

কোন কোন অস্ত্র ব্যবহৃত হয়েছে?

  • S-400 Triumf: রাশিয়া থেকে কেনা এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ৪০০ কিমি পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম।
  • আকাশ ক্ষেপণাস্ত্র: দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম উচ্চ গতিসম্পন্ন, ছোট রাডার সিগন্যাল বিশিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম।
  • Harop Drone (Israel): এই ‘সুইসাইড ড্রোন’ একাধিক ঘণ্টা উড়ে টার্গেট খুঁজে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিতে পারে।

কোথায় আঘাত হেনেছে ভারত?

ভারতের “অপারেশন সিন্দুর” অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে মোট ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে স্ক্যাল্প ক্রুজ মিসাইল, হ্যামার স্মার্ট বোমা, কামিকাজি ড্রোন ও M777 হাউইটজার দিয়ে হামলা চালানো হয়েছে। এই অভিযানে কোনও নিরীহ প্রাণহানির আশঙ্কা ছিল না — বেছে বেছে কেবল সন্ত্রাসী ও সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।

পাক হামলার পর পাল্টা জবাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দৃপ্ত প্রতিফলন

পাকিস্তান কী কী লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছিল?

পাকিস্তানের প্রথম ঢেউয়ে আক্রমণ হয়:
অওন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোদি, উত্তরলাই এবং ভূজ।

এই শহরগুলোতে ভারতীয় বিমানঘাঁটি, সেনা ক্যাম্প ও সামরিক লজিস্টিক কেন্দ্র রয়েছে।

পাক হামলার পর পাল্টা জবাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দৃপ্ত প্রতিফলন

ভারতের বার্তা: জবাব একই মাত্রার ও একই পরিসরে

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বাড়ানোর চেষ্টার তীব্র ও সুনির্দিষ্ট জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের লাহোরে একটি এয়ার ডিফেন্স রাডার সফলভাবে ধ্বংস করারও তথ্য পাওয়া গেছে।

ভারত অত্যন্ত পেশাদারিত্ব ও পরিকল্পনার মাধ্যমে এই হামলার জবাব দিয়েছে। আধুনিক প্রযুক্তি ও কৌশলের মাধ্যমে পাকিস্তানের উচ্চাভিলাষী পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ভারতের সামরিক সক্ষমতা আবারও প্রমাণ করল — প্রতিরক্ষার প্রশ্নে দেশ কোনওভাবেই আপোস করে না।


আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!