একুশে পা ডিজিটাল ডেস্ক:
এজবাস্টনের ইতিহাসে এমন দিন আগে কখনও আসেনি। ৬৩ বছর ধরে যে মাঠে শুধু হারের গ্লানি বয়ে বেড়েছে, সেই এজবাস্টনেই টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক সকাল দেখল ভারতীয় ক্রিকেট। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে শুভমন গিলের টিম ইন্ডিয়া শুধু ম্যাচ জিতল না, একের পর এক নজির গড়ে তুলল গর্বের নতুন পর্ব।
🏏 ৬৩ বছরের প্রতীক্ষার অবসান
১৯৬২ সালে এজবাস্টনে ভারতের প্রথম টেস্ট। তারপর আটবার সুযোগ এসেছিল, কিন্তু একবারও জয়ের মুখ দেখেনি ভারত। নবমবারের মাথায় এল সেই কাঙ্খিত জয়। এবং এই জয়েই বদলে গেল ইতিহাস।
সর্বাধিক মাঠে জয়, ভারতের নতুন বিশ্বরেকর্ড
শুধু এজবাস্টন জয় নয়, এই ম্যাচেই ভারতের টেস্ট জয়ের তালিকায় যুক্ত হল ৬০ তম আলাদা মাঠ। টেস্ট ইতিহাসে এত বেশি সংখ্যক মাঠে আর কোনও দল জয় পায়নি। অস্ট্রেলিয়া যেখানে ৫৭টি ও ইংল্যান্ড ৫৫টি মাঠে জিতেছে, ভারত তাদের ছাপিয়ে গেল আরও একবার।

বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ রানের জয়
ইংল্যান্ডের মাটিতে এশিয়ার কোনও দলের পক্ষে এত বড় ব্যবধানে জয়ের নজির নেই। ৩৩৬ রানের ব্যবধান এক বিশাল বার্তা, যে ভারত এখন বিদেশের মাটিতেও কতটা শক্তিশালী। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২০১৯ সালে ৩১৮ রানে হারিয়ে ছিল কোহলির দল। সেই রেকর্ডও এবার গেল শুভমনদের দখলে।
শুভমন গিলের নাম এক বিশেষ তালিকায়
শুধু দলীয় নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও নজর কাড়লেন অধিনায়ক শুভমন গিল। মাত্র ২৫ বছর ৩০১ দিন বয়সে বিদেশের মাটিতে টেস্ট জিতে কনিষ্ঠতম ভারতীয় অধিনায়ক হওয়ার সম্মানও তুলে নিলেন নিজের ঝুলিতে। গাভাস্করের সেই পুরনো রেকর্ডও এবার পেছনে পড়ে থাকল।

আকাশদীপের দুরন্ত বল হাতে প্রত্যাবর্তন
তবে শুধু ব্যাট নয়, বল হাতেও ভারতীয় দল জ্বলে উঠেছে। নবাগত আকাশদীপ দুরন্ত বোলিং করে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট তুলে নেন মাত্র ১৮৭ রানে। ইংল্যান্ডের মাটিতে এত ভাল পারফরম্যান্স এর আগে কোনও ভারতীয় পেসারের ছিল না। ১৯৮৬ সালে চেতন শর্মা করেছিলেন ১০ উইকেট, এবার সেই কীর্তিও ছাপিয়ে গেলেন আকাশ।
বার্মিংহ্যামের মাটিতে এশিয়ার প্রথম জয়
এজবাস্টনে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে লেখা হল আরও একটি ঐতিহাসিক লাইন। বার্মিংহ্যামের এই মাঠে এশিয়ার প্রথম কোনও দলের জয় এটি। পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাও যেখানে পারেনি, সেখানে জয় তুলে নিয়ে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেল ভারত।
এক টেস্টে ভারতের রানের শতকোটি ইতিহাস
আরেকটা মাইলস্টোন গড়ে ফেলেছে ভারত। এই প্রথম কোনও টেস্ট ম্যাচে ভারত দুই ইনিংস মিলিয়ে হাজার রান পার করল। প্রথম ইনিংসে ৫৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৪২৭ রান, মোট ১০১৪ রানে শেষ হল ভারতের স্কোরকার্ড। ব্যাট হাতে দুরন্ত ছন্দে থাকা এই দল যে বড় কিছু করতে চলেছে, তারই বার্তা হয়তো দিয়ে দিল এই ম্যাচ।
ধোনি-কোহলিদের ছাপিয়ে শুভমনের দল
ধোনি, কোহলি, আজহারউদ্দিন, কপিল— অনেক মহারথী এজবাস্টনে খেলেছেন, কিন্তু জয়ের মুখ দেখেননি। সেই অপূর্ণতাগুলোকেই পূর্ণতা দিল শুভমনের ভারত।
এজবাস্টনের সবুজ ঘাসে এ দিন লেখা হল নীল ইতিহাস।