দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ইন্ডিয়া কতুর উইক ২০২৫: প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে তামান্না ভাটিয়া ও রাহুল মিশ্রার ‘বিকামিং লাভ’

ইন্ডিয়া কতুর উইক ২০২৫: প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে তামান্না ভাটিয়া ও রাহুল মিশ্রার ‘বিকামিং লাভ’

ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ইন্ডিয়া কতুর উইক ২০২৫ শুরু হয়েছে ২৩শে জুলাই, দিল্লির তাজ প্যালেস হোটেলে। ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অফ ইন্ডিয়ার আয়োজনে এবারের ১৮তম আসরেও অংশ নিয়েছেন ভারতের শীর্ষ ১৪ জন ডিজাইনার, যার মধ্যে রয়েছেন মনীশ মালহোত্রা, রীতু কুমার, তরুণ তাহিলিয়ান এবং রাহুল মিশ্রা।

এই বছরের মূল থিম টেকসই ফ্যাশন ও লোকশিল্প-ভিত্তিক সূচিকর্ম। প্রথম দিনেই চমক দিয়ে হাজির হন ডিজাইনার রাহুল মিশ্রা, তাঁর নতুন কতুর কালেকশন ‘Becoming Love’ নিয়ে। আর সেই শোয়ের মুখ ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, যিনি দুটি লুকে র‍্যাম্প মাতিয়ে তোলেন।


রাহুল মিশ্রার কালেকশন: প্রেমের সাত রঙে ‘Becoming Love’

রাহুল মিশ্রার এই কালেকশন প্রেমের সাতটি ধাপ—প্রেমে পড়া, আকর্ষণ, আসক্তি, ত্যাগ, যন্ত্রণা, শান্তি ও পরিণতি—থিম হিসেবে তুলে ধরেছে। প্রতিটি পোশাকে ফুটে উঠেছে এই ধাপগুলির সৌন্দর্য ও আবেগ। পোশাকগুলিতে রয়েছে সুফি ভাবনা, প্রকৃতির রং ও সূক্ষ্ম সূচিকর্মের নিখুঁত মেলবন্ধন।


লুক ১: মারমেইড গাউনে রূপকথার জলপরি তামান্না

তামান্নার প্রথম র‍্যাম্প লুক ছিল এক মারমেইড স্টাইলের বডিকন গাউন, যা ট্রপিক্যাল ফ্লোরাল প্রিন্টে তৈরি। প্যাস্টেল রঙের ওয়ান-শোল্ডার গাউনটিতে ছিল সাহসী ও স্বচ্ছন্দ ডিজাইন। ডিউই মেকআপ আর ওয়েট-লুক চুলে তামান্না যেন হয়ে উঠেছিলেন এক রূপকথার জলপরি। এই গাউনকে রাহুল মিশ্রা তুলনা করেছেন এক প্রেমের বাগানের সঙ্গে, যেখানে প্রতিটি ফুল আবেগের গল্প বলে।


লুক ২: প্রকৃতির ক্যানভাসে আঁকা লেহেঙ্গা

পরবর্তী লুকে তামান্না হাজির হন এক রাজকীয় ভারতীয় লেহেঙ্গায়। স্কার্ট জুড়ে ছিল হ্রদ, পদ্মফুল, পাখি ও ফসলের মাঠের সূচিকর্ম। সাদা ও স্বচ্ছ ওড়নায় ফুটে উঠেছিল প্রকৃতির শান্ত ও কোমল সৌন্দর্য। কানে বড় ঝুমকা, ন্যাচারাল মেকআপ—সব মিলিয়ে এক অনন্য দেশি সৌন্দর্যের প্রতিচ্ছবি।


দর্শকদের মন জয় করল প্রেম-প্রকৃতি-সংস্কৃতির মেলবন্ধন

তামান্না ভাটিয়া ও রাহুল মিশ্রার এই যুগলবন্দী প্রথম দিনেই ইন্ডিয়া কতুর উইক ২০২৫-এর হাইলাইটে পরিণত হয়। ফ্যাশন সমালোচকদের মতে, ‘Becoming Love’ শুধুমাত্র একটি কালেকশন নয়, এটি এক অনুভূতির গল্প—যেখানে ভালোবাসা, প্রকৃতি ও সংস্কৃতি একত্রে গাঁথা। আর তামান্না ছিলেন সেই গল্পের মুখ্য চরিত্র—এক জীবন্ত রূপকথার নায়িকা।

ইন্ডিয়া কতুর উইক ২০২৫-এর প্রথম দিনই প্রমাণ করল, ফ্যাশন কেবল গ্ল্যামারের প্রদর্শনী নয়, এটি আবেগ, শিল্প ও গল্প বলার এক অসাধারণ মাধ্যম। আর সেই গল্পের রঙ-তুলিতে প্রথম তুলির আঁচড় দিলেন রাহুল মিশ্রা ও তামান্না ভাটিয়া—‘Becoming Love’-এর ছায়ায়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!