লন্ডন থেকে: ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম টেস্টে ওভালের সবুজ পিচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। গাস অ্যাটকিনসনের বল ঝড় তুলেছিল শুরুতেই। যশস্বী জয়সওয়াল মাত্র ২ রানে আউট হন রিভিউয়ের মাধ্যমে। এরপর চাপে পড়ে টিম ইন্ডিয়া।
তবে সুদর্শন ও কেএল রাহুল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। রাহুল ১৪ রানে আউট হলেও, শুভমন গিল ও সুদর্শনের ব্যাটে ভারত কিছুটা স্থিতি ফিরে পায়। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৭২ রান। গিল ১৫* ও সুদর্শন ২৫* রানে অপরাজিত।
এদিকে, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম সেশনের খেলা বন্ধ হয়ে যায়। নেওয়া হয় লাঞ্চ।
ভারতের একাদশে চার পরিবর্তন
এই ম্যাচে ভারতীয় দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। ঋষভ পন্থের জায়গায় ঢুকেছেন ধ্রুব জুরেল। পাশাপাশি শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা ও অংশুল কম্বোজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন করুণ নায়ার, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
শুভমন গিলের রেকর্ড
এই ম্যাচে ব্যাট করতে নেমে শুভমন গিল গড়ে ফেলেছেন এক বিশেষ কীর্তি। একটি সিরিজে সর্বাধিক রান করার নজির গড়লেন তিনি। ইতিমধ্যেই চলতি সিরিজে তাঁর সংগ্রহ ৭৩৭ রান। তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কারকেও।
চ্যালেঞ্জিং পিচ, টানটান লড়াই
ওভালের সবুজ উইকেট ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ। বল সুইং করছে, সেই সঙ্গে বৃষ্টি ও ঠান্ডা পরিবেশ আরও কঠিন করে তুলেছে পরিস্থিতি। তবু গিল-সুদর্শনের ব্যাটিংয়ে প্রথম সেশনে ভারত আশার আলো দেখেছে।
এখন নজর দুপুরের সেশনে। কবে আবার খেলা শুরু হবে, সেটাই দেখার।