দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

IND vs ENG 5th Test: ওভালে ঐতিহাসিক জয় ভারতের, সচিন দিলেন ১০-এ ১০, কোহলি বললেন “সিরাজ দলের জন্য সব করতে পারে”

IND vs ENG 5th Test: ওভালে ঐতিহাসিক জয় ভারতের, সচিন দিলেন ১০-এ ১০, কোহলি বললেন “সিরাজ দলের জন্য সব করতে পারে”

লন্ডন, ৪ আগস্ট:
এক ঐতিহাসিক টেস্ট ম্যাচে ওভালে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ় ২-২ ড্র করল টিম ইন্ডিয়া। ৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড যখন মাত্র তিন উইকেটে ৩০০ পার করেছিল, তখনও অনেকে ধরে নিয়েছিলেন, ম্যাচ ইংল্যান্ডের হাতেই চলে যাচ্ছে। কিন্তু সেই সময়েই শুরু হল ভারতের দুরন্ত প্রত্যাবর্তন।

৬৬ রানের ব্যবধানে ইংল্যান্ডের শেষ সাত উইকেট তুলে নিয়ে রুদ্ধশ্বাস এক ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারত। হ্যারি ব্রুক ও জো রুটের দুরন্ত ইনিংস সত্ত্বেও মোহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণের আগুনে বোলিং সামনে দাঁড়াতে পারেননি ইংরেজ ব্যাটাররা।

⭐ সচিনের ফুল মার্কস:
জয়ের পর টুইটে সচিন তেন্ডুলকর লেখেন, “টেস্ট ক্রিকেট! কী রোমহর্ষক! সিরিজ় ২-২। পারফরম্যান্স একেবারে ১০-এ ১০। ভারতের অতিমানবেরা!! দারুণ এক জয়।”

🔥 কোহলির প্রশংসা সিরাজকে:
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি লেখেন, “সিরাজ দলের জন্য সব করতে পারে। ওর প্রাণোচ্ছলতা ও হার না মানা মনোভাবই জয়ের চাবিকাঠি।” একইসঙ্গে তিনি প্রসিদ্ধ কৃষ্ণেরও প্রশংসা করেন।

🏏 সৌরভের বার্তা:
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “টেস্ট ক্রিকেট নিঃসন্দেহে সর্বসেরা ফর্ম্যাট। শুভমনের নেতৃত্বে দুর্দান্ত জয়। সিরাজ বিশ্বের কোনও প্রান্তেই দলকে হতাশ করেনি।” পাশাপাশি তিনি আকাশ দীপ, প্রসিদ্ধ, জয়সওয়ালের পারফরম্যান্সকেও কুর্নিশ জানান।

🎉 অন্য তারকাদের প্রতিক্রিয়া:
অনিল কুম্বলে, অজিঙ্ক রাহানে-সহ অনেক প্রাক্তন ক্রিকেটারই সোশ্যাল মিডিয়ায় দলের প্রশংসায় মুখর। দলের প্রাণশক্তি, একতা এবং জয়জয়কারের আবহে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত।


এক নজরেঃ

  • কে জিতল? ভারত
  • কোথায়? ওভাল, লন্ডন
  • কীভাবে জিতল? নাটকীয়ভাবে ৬৬ রানে ৭ উইকেট তুলে
  • কী বললেন সচিন, কোহলি, সৌরভ? প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় দলকে
  • কাকে সবচেয়ে বেশি প্রশংসা করা হচ্ছে? মোহম্মদ সিরাজ

আরও এমন ক্রিকেট আপডেটের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!