দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

IND vs ENG 4th Test 2025: ওল্ড ট্রাফোর্ডে জাডেজা ও সুন্দর-র মহাকাব্যিক সেঞ্চুরি, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল ভারত

IND vs ENG 4th Test 2025: ওল্ড ট্রাফোর্ডে জাডেজা ও সুন্দর-র মহাকাব্যিক সেঞ্চুরি, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল ভারত

ওল্ড ট্রাফোর্ডে রুদ্ধশ্বাস ড্র: জাডেজা-সুন্দরের ব্যাটে ভারত রক্ষা করল সম্মান

২৮ জুলাই, ২০২৫: ওল্ড ট্রাফোর্ড টেস্টে শেষ দিন রীতিমতো মহাকাব্যিক হয়ে উঠল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ভারত যখন ব্যাট করতে নামে, তখন চাপ ছিল চরমে। সেই পরিস্থিতি থেকেই রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) দলকে উদ্ধার করলেন অনবদ্য এক পার্টনারশিপের মাধ্যমে।

দুই অলরাউন্ডার মিলে গড়ে ফেললেন ২০৩ রানের অপরাজিত জুটি। জাডেজা ১০৭ এবং সুন্দর ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করিয়ে দিলেন ভারতের হয়ে। শুধু ব্যাটিং নয়, তাঁদের এই ইনিংস হয়ে উঠল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের হৃদয়ের এক গর্বের অধ্যায়।

রুদ্ধশ্বাস সকাল: রাহুল-গিলের পর সঙ্কটে ভারত

পঞ্চম দিনের শুরুতে আউট হয়ে যান কেএল রাহুল (৯০ রান) এবং লাঞ্চের ঠিক আগে শুভমন গিল (সেঞ্চুরি করে আউট)। দুই সেট ব্যাটার ফিরে গেলে এক মুহূর্তে যেন ভারত ম্যাচ হাতছাড়া করতে চলেছে ভেবে বসে সমর্থকেরা।

ম্যাচ ঘোরালেন জাডেজা ও সুন্দর

এরপরই ক্রিজে আসেন জাডেজা ও সুন্দর। প্রথম বলেই জাডেজা সুযোগ দিয়েছিলেন, কিন্তু জো রুট সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন। আর সেখান থেকেই শুরু এক অনন্য লড়াইয়ের। দুই সেশন ধরে ধৈর্য, পরিণত মনোভাব এবং সঠিক শট নির্বাচন করে লড়ে গেলেন তাঁরা। শুধু উইকেট বাঁচানো নয়, নিজেদের সেঞ্চুরিও পূর্ণ করলেন।

সুন্দর পেলেন বহু প্রতীক্ষিত সেঞ্চুরি

ইংল্যান্ডের বিরুদ্ধেই ২০২১-এ আমদাবাদে ৯৬ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি মিস করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু এদিন আর হতাশা নয়—তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করে নিজের টেস্ট কেরিয়ারে স্মরণীয় দিন তৈরি করলেন।

জো রুটের রেকর্ড, কিন্তু অধরা জয়

ইংল্যান্ডের হয়ে জো রুট সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। কিন্তু ম্যাচ শেষে মনে পড়বে সেই ফার্স্ট স্লিপে হাতছাড়া হওয়া ক্যাচ, যা হয়তো ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ভেঙে দেয়।

IND vs ENG 4th Test 2025: ওল্ড ট্রাফোর্ডে জাডেজা ও সুন্দর-র মহাকাব্যিক সেঞ্চুরি, রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল ভারত

সিরিজে এখন কী অবস্থা?

এই ড্র-এর ফলে সিরিজ এখনও জীবন্ত। ভারত জিততে না পারলেও সিরিজ ড্র করার সুযোগ রয়েছে। ফলে শেষ টেস্ট হয়ে উঠবে ‘ফাইনালের’ মতোই গুরুত্বপূর্ণ।


টেকঅ্যাওয়ে পয়েন্টস:

  • রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরের অপরাজিত ২০৩ রানের জুটি
  • দু’জনের দুরন্ত সেঞ্চুরি
  • ভারতের সম্মানরক্ষা এবং সিরিজ ড্র রাখার আশা
  • জো রুটের ঐতিহাসিক রেকর্ড কিন্তু অধরা জয়

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!