দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারতের সবথেকে বড় চমক! তিন নম্বরে ফিরছেন তারকা ব্যাটার, বাদ পড়ছেন দুই তারকা বোলার?

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারতের সবথেকে বড় চমক! তিন নম্বরে ফিরছেন তারকা ব্যাটার, বাদ পড়ছেন দুই তারকা বোলার?

বার্মিংহ্যাম, ১ জুলাই ২০২৫:
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হার হজম করার পর দ্বিতীয় টেস্ট ঘিরে জল্পনার পারদ চড়ছে। ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট — আর তার আগে টিম ইন্ডিয়ার কম্বিনেশন নিয়ে বেশ কিছু চমকপ্রদ খবর উঠে আসছে ক্রিকেটমহলে।

⭐ তিন নম্বরে ফিরছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’

প্রথম টেস্টে তরুণ সাই সুদর্শনের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তনের সম্ভাবনা। জানা যাচ্ছে, বহুদিন পর ফের নিজের পুরনো জায়গা অর্থাৎ তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে তারকা ব্যাটার বিরাট কোহলিকে। মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন তিনি। এবার এজবাস্টনের কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে ফের মাঠে নামতে চলেছেন ‘কিং কোহলি’।

⚡ ইতিহাস বলছে, এজবাস্টনে বারবার ভেঙেছে ভারতের স্বপ্ন

বার্মিংহামের এজবাস্টনের মাঠ ভারতের জন্য বহুবার দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভারতের বড় বড় অধিনায়করাও এখানে সফল হতে পারেননি। এমনকি বড় রানে ব্যাট করেও ভারত একাধিকবার হেরেছে এই মাঠে। তাই দ্বিতীয় টেস্টে সঠিক রণনীতি ও ব্যাটিং অর্ডার ঠিক করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

❌ বাদ পড়ছেন দুই বড় ম্যাচ উইনার!

সবচেয়ে বিস্ময়কর তথ্য — সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট জসপ্রীত বুমরাহ এবং আরেক স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিনকে দ্বিতীয় টেস্টে না খেলানোর সিদ্ধান্ত নিতে চলেছে। বুমরাহর ফিটনেস নিয়ে আগে থেকেই প্রশ্নচিহ্ন ছিল, কিন্তু অশ্বিনের না থাকা সকলকে অবাক করেছে। পরিবর্তে সুযোগ পেতে পারেন তরুণ পেসার ও অল-রাউন্ডাররা।

📋 সম্ভাব্য ভারতীয় একাদশ (গোপন সূত্রে)

  1. রোহিত শর্মা (অধিনায়ক)
  2. যশস্বী জয়সওয়াল
  3. বিরাট কোহলি
  4. শ্রেয়স আইয়ার
  5. ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
  6. রবীন্দ্র জাদেজা
  7. শার্দুল ঠাকুর
  8. কুলদীপ যাদব
  9. অক্ষর প্যাটেল
  10. মোহাম্মদ সিরাজ
  11. মুকেশ কুমার

বিশেষজ্ঞদের মত

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, তিন নম্বরে বিরাট কোহলির ফিরে আসা মানে দলের আত্মবিশ্বাসের বড় সহায়। তবে বুমরাহ ও অশ্বিনকে না খেলানো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে এজবাস্টনের মতো পিচে অভিজ্ঞ বোলাররা দরকার।

ভারতীয় দল চাপে থাকলেও দ্বিতীয় টেস্টে কিছু সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে। এখন দেখার, এই নতুন কম্বিনেশন ও ‘কোহলি-কামব্যাক’ ভারতকে জয় এনে দিতে পারে কি না। এজবাস্টনে ইতিহাস বদলানোর লক্ষ্যে নামছে ‘নতুন চেহারার’ টিম ইন্ডিয়া।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!