হারিকেন এরিন আপডেট: রাক্ষুসে গতিতে ক্যাটেগরি-৫ এ! আবহবিদদের নতুন চিন্তা

হারিকেন এরিন আপডেট: রাক্ষুসে গতিতে ক্যাটেগরি-৫ এ! আবহবিদদের নতুন চিন্তা

একদিনেই অস্বাভাবিক শক্তিবৃদ্ধি, ৭৫ মাইল থেকে ১৬০ মাইল গতিবেগ

আটলান্টিক মহাসাগরে ভয়াবহ শক্তি নিয়ে ধেয়ে আসছে হারিকেন এরিন (Hurricane Erin)। অবিশ্বাস্য গতিতে শক্তি বৃদ্ধি করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ক্যাটেগরি-১ থেকে ক্যাটেগরি-৫ এ পরিণত হয়েছে এই ঝড়। আবহবিদদের মতে, সাম্প্রতিক কালে এত দ্রুত rapid intensification খুব কমই দেখা গেছে।


কীভাবে এত দ্রুত শক্তি বাড়াল হারিকেন এরিন?

আবহবিদরা জানিয়েছেন, শুক্রবার সকালে এরিনের বাতাসের গতি ছিল ঘণ্টায় ৭৫ মাইল। কিন্তু শনিবারের মধ্যে তা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১৬০ মাইল প্রতি ঘণ্টা (প্রায় ২৬০ কিমি/ঘণ্টা)। সাধারণত কোনো ঘূর্ণিঝড় ২৪ ঘণ্টায় ৩৫ মাইল বা তার বেশি গতি বৃদ্ধি করলে তাকে intensification বলা হয়। কিন্তু এরিন তার চেয়েও অনেক বেশি শক্তি অর্জন করেছে।


জলবায়ু পরিবর্তনই কি দায়ী?

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন এই ভয়াবহ রূপান্তরের মূল কারণ। অক্টোবর-নভেম্বর নাগাদ আটলান্টিকে ঝড়ের প্রকোপ বাড়ে, তবে এবারের ঘটনা আরও ভয়ঙ্কর কারণ এটি ঘটেছে আগস্টেই।


আমেরিকার উপকূলে আতঙ্ক

আবহবিদরা সতর্ক করেছেন, এই ঝড় যদি একই গতিতে অগ্রসর হয় তবে আমেরিকার পূর্ব উপকূলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। আটলান্টিক মহাসাগরে গত কয়েক বছরে একের পর এক ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও এরিনের মতো এক দিনে ক্যাটেগরি-১ থেকে ক্যাটেগরি-৫ এ পৌঁছনো বিরল ঘটনা।


হারিকেন এরিনের বর্তমান অবস্থা

  • ক্যাটেগরি:
  • বাতাসের গতি: ১৬০ মাইল/ঘণ্টা (২৬০ কিমি/ঘণ্টা)
  • এলাকা: আটলান্টিক মহাসাগর
  • বিশেষ দিক: অত্যন্ত দ্রুত শক্তিবৃদ্ধি (Rapid Intensification)

হারিকেন এরিন এখন আবহবিদদের কাছে এক অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে চিহ্নিত। জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে এরকম দ্রুত শক্তি বাড়ানো ঝড় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!