বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার হৃত্বিক রোশন ফের ফিরে এলেন তাঁর সুপারহিট চরিত্র ‘কবির’ রূপে! সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ওয়ার ২’-এর টিজার, আর তা মুক্তি পাওয়ার পরই ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু হৃত্বিকের স্টাইল, লুক আর অ্যাকশন সিকোয়েন্সেরই প্রশংসা।

এই টিজারের প্রেক্ষিতে হৃত্বিক বলেন, “ওয়ার আমার জন্য একটা খুব স্পেশাল ফ্র্যাঞ্চাইজি। ‘ওয়ার ২’–এর টিজার দেখে যেভাবে দর্শকরা ভালোবাসা জানাচ্ছেন—আমাদের পুরো টিম, এনটিআর, কিয়ারা, আয়ান, আমার জন্য—তা সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। এত বড় মাপের ছবি তৈরি করা সহজ নয়, কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছি এই সিনেমাকে একটা অ্যাকশন স্পেক্টাকল বানানোর জন্য।”

তিনি আরও জানান, “আমি ছোটবেলা থেকেই অ্যাকশন ঘরানার বড় ভক্ত। তাই যখনই এরকম ছবি করি, আমি দারুণ উপভোগ করি। কবির চরিত্রটি আমার জীবনে বহু ভালোবাসা এনেছে, তাকে আবারও বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসা সত্যিই আনন্দের।”

‘ওয়ার ২’ পরিচালনা করছেন ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত আয়ান মুখার্জি এবং প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। ছবিতে হৃত্বিক রোশনের পাশাপাশি থাকছেন সাউথের সুপারস্টার জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি।
আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার ২’। ইতিমধ্যেই এই ছবিকে ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হিসেবে ধরা হচ্ছে, আর টিজারের বিপুল সাড়া সেই প্রত্যাশাকেই বাড়িয়ে দিয়েছে বহু গুণ।
হৃত্বিক বলেন, “এত ভালোবাসা আর প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। এখন আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে দর্শকরা ছবিটা সিনেমা হলে দেখে তাদের প্রতিক্রিয়া জানাবেন।”
📽️ অ্যাকশনে ভরপুর ‘ওয়ার ২’-এর জন্য তৈরি তো? আপাতত টিজারই মাতিয়ে দিচ্ছে নেটপাড়া!