ইস্টবেঙ্গলের রক্ষণে নতুন প্রহরী! রাজস্থান ইউনাইটেড এফসি-র হয়ে দুর্দান্ত আই লিগ মরসুম কাটিয়ে অবশেষে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিলেন মার্তণ্ড রায়না। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এই ২৪ বছর বয়সি ডিফেন্ডারের সঙ্গে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তির।

আই লিগ ২০২৪-’২৫ মরসুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে ২১টি ম্যাচ খেলেন মার্তণ্ড। শুধু রক্ষণের দায়িত্ব সামলেই থেমে থাকেননি, করেছেন ৪টি গুরুত্বপূর্ণ গোলও। তাঁর এমন পারফরম্যান্স নজর কাড়ে একাধিক ক্লাবের, তবে শেষমেশ লাল-হলুদ জার্সিই গায়ে চাপাচ্ছেন তিনি।
মার্তণ্ডের প্রতিক্রিয়া:
এই ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মার্তণ্ড। তাঁর কথায়, “ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে গর্বিত। অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলার সময় থেকেই বাংলার ফুটবলের আবেগ ও পরিকাঠামোর সঙ্গে পরিচিত আমি। এবার ইস্টবেঙ্গলের হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চাই।”
কোচ ও কর্তৃপক্ষের মন্তব্য:
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুসো বলেন, “মার্তণ্ড ছিল গত মরসুমে আই লিগের অন্যতম সেরা ও ধারাবাহিক ডিফেন্ডার। রক্ষণের গভীরতা ও ভারসাম্য বাড়াতেই ওকে নেওয়া হয়েছে।”
ফুটবল বিভাগের প্রধান থাংবই সিংথো জানিয়েছেন, “মার্তণ্ড আমাদের রক্ষণকে আরও শক্তিশালী করবে এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে।”

এই চুক্তির ফলে বোঝা যাচ্ছে, নতুন মরসুমের জন্য রক্ষণে জোর দিতে চাইছে ইস্টবেঙ্গল। মার্তণ্ডের মতো তরুণ ও অভিজ্ঞ ডিফেন্ডার দলের সাফল্যে বড় ভূমিকা নিতে পারেন বলেই মনে করছেন ক্লাব-সমর্থকরা।