ডুরান্ড কাপ ২০২৫: প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল, প্রথম দিনেই নজরে নতুন মুখ

ডুরান্ড কাপ ২০২৫: প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল, প্রথম দিনেই নজরে নতুন মুখ

ডুরান্ড কাপের পর্দা উঠতে আর মাত্র দশ দিন বাকি। সেই উপলক্ষে রবিবার থেকেই অনুশীলনে নেমে পড়ল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দক্ষিণ ভারতের দল South United FC

বেহালার বোধনে এদিন শুরু হল লাল-হলুদের সিনিয়র দলের অনুশীলন। প্রথম দিনের ক্যাম্পে মাঠে নেমেছিলেন মোট ১৬ জন ফুটবলার। দলের নতুন দুই তারকা ফুটবলার এডমুন্ড লালরিনডিকা এবং বিপিন সিংহ-সহ উপস্থিত ছিলেন কিছু অভিজ্ঞ খেলোয়াড়ও।

ডুরান্ড কাপ ২০২৫: প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল, প্রথম দিনেই নজরে নতুন মুখ
মার্তন্ড রায়না

তবে প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন গুরসিমরত সিংহ গিল, আনোয়ার আলি এবং নন্দ কুমার। জানা গিয়েছে, তাঁরা চলতি সপ্তাহেই ক্যাম্পে যোগ দেবেন। এছাড়াও বিদেশি ফুটবলাররা এবং প্রধান কোচ অস্কার ব্রুসো এখনও দলের সঙ্গে যুক্ত হননি। তাঁরাও সপ্তাহের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে ক্লাব সূত্র।

এদিনের অনুশীলন পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী কোচ বিনো জর্জ। গোলরক্ষকদের নিয়ে আলাদাভাবে কাজ করছিলেন অভিজ্ঞ গোলকিপার কোচ সন্দীপ নন্দী। মাঠে নজর কাড়েন উইঙ্গার নাওরেম মহেশ সিংহ, যিনি আগের মৌসুমে ক্লাবের অন্যতম ভরসার মুখ ছিলেন।

ডুরান্ড কাপ: লাল-হলুদের চ্যালেঞ্জ

২০২৫ সালের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ক্লাব সূত্রে খবর, গ্রুপ পর্যায়েই ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে পারে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী দল। তাই প্রথম দিন থেকেই অনুশীলনের গতি ও মান নিয়ে খুশি কর্তৃপক্ষ।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ:
📅 তারিখ: 24 জুলাই 2025
🏟️ স্থান: সল্টলেক স্টেডিয়াম
🆚 প্রতিপক্ষ: South United FC

প্রতিযোগিতামূলক ফুটবলের মরশুম শুরুর আগে এই ডুরান্ড কাপই হবে ইস্টবেঙ্গলের মূল পরীক্ষা। নতুন ও পুরনো তারকাদের সংমিশ্রণে তৈরি এই দল কীভাবে মাঠে নিজেদের গুছিয়ে নেয়, এখন সেটাই দেখার।

📲 আরও খেলাধুলার খবর পড়ুন: www.ekusheypa.com

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!