East Bengal: কলকাতা লিগে লাল-হলুদ ঝড়, কালীঘাটকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিল ইস্টবেঙ্গল

East Bengal: কলকাতা লিগে লাল-হলুদ ঝড়, কালীঘাটকে হারিয়ে সুপার সিক্সে জায়গা করে নিল ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের জয়।

CFL 2025 Update: কলকাতা লিগে লাল-হলুদের জয়ের ধারা অব্যাহত। শুক্রবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘকে (East Bengal vs Kalighat Milan Sangha) ৩-১ গোলে হারিয়ে সুপার সিক্সে জায়গা নিশ্চিত করল ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করল বিনো জর্জের ছেলেরা।

ম্যাচের হাইলাইটস

নৈহাটি স্টেডিয়ামে শুক্রবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে ইস্টবেঙ্গল। সিনিয়রদের নিয়েই দল সাজান কোচ বিনো জর্জ। ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোলটি করেন ডেভিড লালনসাঙ্গা, নিখুঁত দলগত আক্রমণের ফল হিসেবে।

প্রথমার্ধে কালীঘাট মিলন সংঘের সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল ৩২ মিনিটে, কিন্তু বিদ্যানন্দ সিংহ গোল করতে ব্যর্থ হন। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে কালীঘাট, দেবদত্তের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-২। তবে শেষ মুহূর্তে ফের ঝড় তোলে লাল-হলুদ। ম্যাচের ৮৭ মিনিটে শ্যামল বেসরা গোল করে দলের জয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

টানা তিন ম্যাচে জয়

এই জয়ের ফলে ইস্টবেঙ্গল গ্রুপ পর্ব শেষ করল শীর্ষে থেকে। টানা তিন ম্যাচ জিতে ১১ ম্যাচে মোট ২৩ পয়েন্ট সংগ্রহ করল তারা। সুপার সিক্সে জায়গা নিশ্চিত হওয়ায় সমর্থকদের মধ্যে এখন নতুন করে উচ্ছ্বাস।

সমর্থকদের উচ্ছ্বাস

লাল-হলুদের জয়ের ধারা দেখে খুশি সমর্থকরা। অনেকে মনে করছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে এবারের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে ইস্টবেঙ্গল।


শেষকথা

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের এই দুর্দান্ত পারফরম্যান্স লাল-হলুদ ভক্তদের নতুন আশার আলো দেখাচ্ছে। সুপার সিক্সে প্রবেশ করার পর এখন তাদের লক্ষ্য ফাইনাল রাউন্ডে জয়ের ধারা ধরে রাখা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!