দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

East Bengal FC: মিডফিল্ড শক্তিশালী করাই লক্ষ্য, রামসাঙ্গার সঙ্গে ৩ বছরের চুক্তি ইস্টবেঙ্গলের

East Bengal FC: মিডফিল্ড শক্তিশালী করাই লক্ষ্য, রামসাঙ্গার সঙ্গে ৩ বছরের চুক্তি ইস্টবেঙ্গলের

আরও শক্তিশালী হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড। বৃহস্পতিবার রিয়াল কাশ্মীর এফসি-তে খেলা তরুণ ভারতীয় মিডফিল্ডার রামসাঙ্গা তলাইছুনের (Ramsanga Tlaichhun) সঙ্গে তিন বছরের চুক্তির ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব। এই চুক্তির মাধ্যমে দলের মাঝমাঠে আরও দৃঢ়তা আনতে চায় লাল-হলুদ শিবির।

রামসাঙ্গা ২০২৪-২৫ মরসুমে আই লিগে রিয়াল কাশ্মীর এফসি-র হয়ে ২১টি ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর মাঠে থাকার সময় ছিল ১,৮২৮ মিনিট। এই সময়ে তিনি নিজে তিনটি গোল করার পাশাপাশি দুইটি অ্যাসিস্ট করেন। পাসিং দক্ষতা, বল কন্ট্রোল, এবং মাঠজুড়ে দৌড়ে বেড়ানোর সামর্থ্যের জন্য তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী ক্লাব।

East Bengal FC: মিডফিল্ড শক্তিশালী করাই লক্ষ্য, রামসাঙ্গার সঙ্গে ৩ বছরের চুক্তি ইস্টবেঙ্গলের
Ramsanga Tlaichhun

ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের মতে, মার্তণ্ড রায়নার মতোই রামসাঙ্গাও ভবিষ্যতের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন। উল্লেখ্য, রামসাঙ্গা মিজোরামের ফুটবল ঘরানার প্রতিভা, যিনি রিয়াল কাশ্মীরে যোগ দেওয়ার আগে আইজল এফসি-র হয়ে দুটি মরসুম খেলেছেন।

এবার ইস্টবেঙ্গলে তিনি খেলবেন ৩১ নম্বর জার্সি গায়ে। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি এই চুক্তি শুধু খেলোয়াড় নয়, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনারও অংশ। মিডফিল্ডে শক্তি বাড়াতে রামসাঙ্গার মতো খেলোয়াড়ই প্রয়োজন বলে মনে করছে কোচিং স্টাফ।

রামসাঙ্গার এই চুক্তি প্রসঙ্গে ক্লাব সূত্রে বলা হয়েছে, “তাঁর পরিশ্রম করার মানসিকতা এবং মাঠে আক্রমণাত্মক মনোভাব ইস্টবেঙ্গলের ফুটবল স্টাইলের সঙ্গে মানানসই। তাঁর কাছ থেকে আমরা ধারাবাহিক পারফরম্যান্স আশা করছি।”

নতুন মরসুমের আগে পরপর দুই তরুণ ভারতীয় ফুটবলারকে নিয়ে লাল-হলুদ ব্রিগেড যেভাবে দলে শক্তি বাড়াচ্ছে, তাতে সমর্থকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!