একুশে পা নিউজ ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব শেষ হতে না হতেই ফুটবলপ্রেমীদের নজর এখন একটাই প্রশ্নে— এবার কি মরশুমের প্রথম কলকাতা ডার্বি বসছে সুপার সানডেতে? ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট ইতিমধ্যেই অপরাজেয় পারফরম্যান্সে শেষ আট নিশ্চিত করেছে। এবার অপেক্ষা শুধু কোয়ার্টার ফাইনালের ড্র-এর।
মঙ্গলবার ড্র, জানা যাবে সূচি
আজ ১২ আগস্ট, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ড্র। জানা গিয়েছে, এই ড্র অনুষ্ঠিত হবে অনলাইন ‘জুম কলে’। সেখানেই প্রকাশিত হবে নতুন নকআউট সূচি। যদি ভাগ্যের খেলায় দুই প্রধান মুখোমুখি হয়, তাহলে ১৭ আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বি বসার সম্ভাবনা প্রবল।
১৭ আগস্টে ডার্বির গুঞ্জন
কলকাতা ময়দানে গুঞ্জন ইতিমধ্যেই তুঙ্গে— ১৭ আগস্টই হতে পারে ডুরান্ড ডার্বি। আয়োজক কমিটি নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেট-কে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের অনুরোধও জানানো হয়েছে।
দুই শিবিরে ভিন্ন প্রস্তুতি
মোহনবাগান শিবিরে ডার্বির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোচ থেকে খেলোয়াড়— সকলের লক্ষ্য ১৭ আগস্টের ম্যাচে বাজিমাত করা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের কিছু অংশ মনে করছে, প্রস্তুতি এখনও আদর্শ নয়। দলের মূল খেলোয়াড়দের ফিটনেস ও ম্যাচ প্র্যাকটিস নিয়ে কিছুটা সংশয় থাকলেও, ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স
এবারের ডুরান্ড কাপে দুই প্রধানই গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে। প্রতিটি ম্যাচে জয় পেয়ে শেষ আটে পৌঁছেছে তারা। ফলে সম্ভাব্য ডার্বিকে ঘিরে উন্মাদনা আরও বেড়েছে।
সূচি কবে জানা যাবে?
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বোড়োল্যান্ড এফসি বনাম আইটিবিপি এফটি ম্যাচের পরই ঘোষিত হবে কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ সূচি। তখনই স্পষ্ট হবে ১৭ আগস্ট মরশুমের প্রথম ডার্বি হচ্ছে কিনা।
📌 সম্ভাব্য গুরুত্বপূর্ণ তারিখ
- ১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) – কোয়ার্টার ফাইনাল ড্র ও সূচি ঘোষণা
- ১৭ আগস্ট ২০২৫ (রবিবার) – সম্ভাব্য কলকাতা ডার্বি (যুবভারতী ক্রীড়াঙ্গন)