দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ডুরান্ড কাপে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, অভিষেকে গোল করলেন বিপিন সিং

ডুরান্ড কাপে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, অভিষেকে গোল করলেন বিপিন সিং

কলকাতা, ২৩ জুলাই ২০২৫, বুধবার:
ডুরান্ড কাপে রীতিমতো আগুন ঝরিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাউথ ইউনাইটেডকে একপাক্ষিক ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত করল অস্কার ব্রুজোর ছেলেরা। অভিষেকেই গোল করে নজর কাড়লেন নতুন তারকা বিপিন সিং।

প্রথম মিনিট থেকেই দাপট
ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গল খেলতে থাকে আগ্রাসী ও ছন্দবদ্ধ ফুটবল। ১২ মিনিটেই দূরপাল্লার দুরন্ত শটে লিড এনে দেন লালচুংনুঙ্গা। এরপর একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে সাউথ ইউনাইটেডের ডিফেন্স।

সল ক্রেসপো-র পেনাল্টি গোল
৩৮ মিনিটে সল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে ইস্টবেঙ্গলের পক্ষে।

বিপিন সিংয়ের অভিষেক, দিয়ামান্তাকোস-মহেশের ঝলক
দ্বিতীয়ার্ধে এসে আরও ভয়ংকর হয়ে ওঠে মশাল বাহিনী। ৮০ মিনিটে অভিষেকেই গোল করে স্মরণীয় করে রাখেন বিপিন সিং। ৮৭ ও ৯০ মিনিটে আরও দুটি গোল করেন দিয়ামান্তাকোস ও মহেশ।

শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৫-০, শুরুতেই শক্ত বার্তা ইস্টবেঙ্গলের।

সমর্থকদের উন্মাদনা ও প্রত্যাশা
সল্টলেকে উপস্থিত বহু লাল-হলুদ সমর্থক এই জয় উপভোগ করেন চিৎকার, বাঁশি ও পতাকা নিয়ে। ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজো বলেন, “এই জয় শুধুই শুরু। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।”

ডুরান্ডে দুর্দান্ত এই সূচনা ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে। নতুন তারকাদের আত্মপ্রকাশ আর দলের সমন্বয় প্রমাণ করে দিল—লাল-হলুদ বাহিনী এবার ট্রফি জয়ের জন্য তৈরি! সমর্থকদের পাশে নিয়ে এগিয়ে চলুক ইস্টবেঙ্গল! ❤️💛

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!