দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ডুরান্ড কাপ ২০২৫: এবার দু’টি বিদেশি দল, ৩ কোটি টাকা পুরস্কার, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ডুরান্ড কাপ ২০২৫: এবার দু’টি বিদেশি দল, ৩ কোটি টাকা পুরস্কার, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

কলকাতা: ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ঐতিহাসিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গলসাউথ ইউনাইটেড এফসি

ডুরান্ড কাপ ২০২৫: এবার দু’টি বিদেশি দল, ৩ কোটি টাকা পুরস্কার, উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
ডুরান্ড কাপ ট্রফির সামনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা, মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে ও অন্যরা।

🔹 পুরস্কারমূল্য ১.২ কোটি থেকে বেড়ে ৩ কোটি

এবারের ডুরান্ড কাপে বাড়ানো হয়েছে পুরস্কার মূল্য। লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা জানিয়েছেন, গত বছরের ১.২ কোটি টাকার বদলে এবার পুরস্কারমূল্য ৩ কোটি টাকা। পাশাপাশি, সেরা তিন ফুটবলারকে উপহার হিসেবে এসইউভি গাড়ি দেওয়া হবে।

🔹 বিদেশি চমক ও ৬টি নতুন দল

এবারের আসরে বিশেষ চমক দুই বিদেশি সেনা দল—নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং মালয়েশিয়ার আর্মড ফোর্সেস এফসি। ২৪টি দলের মধ্যে ৬টি নতুন দল থাকছে। আই লিগ প্রথম ডিভিশন থেকে ৪টি, দ্বিতীয় ডিভিশন থেকে ২টি দল এই প্রথম ডুরান্ডে অংশ নিচ্ছে।

🔹 কলকাতায় মোট ১৯টি ম্যাচ

এই বছর ডুরান্ড কাপের ম্যাচগুলি মোট ৫টি রাজ্যে অনুষ্ঠিত হবে। তবে কলকাতায় সবচেয়ে বেশি ১৯টি ম্যাচ আয়োজন করা হচ্ছে, যার মধ্যে যুবভারতীতে ৯টি ও কিশোরভারতী স্টেডিয়ামে ৬টি ম্যাচ হবে। একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও কলকাতাতেই অনুষ্ঠিত হবে।

🔹 গ্রুপ বিভাজন ও বড় ম্যাচ

২৪টি দলকে ভাগ করা হয়েছে ৬টি গ্রুপে। কলকাতায় অনুষ্ঠিত হবে ‘এ’ ও ‘বি’ গ্রুপের খেলা।

  • ‘এ’ গ্রুপ: ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড, নামধারী এফসি, ভারতীয় বায়ুসেনা
  • ‘বি’ গ্রুপ: মোহনবাগান সুপার জায়ান্ট, ডায়মন্ড হারবার এফসি, মহমেডান, বিএসএফ

৩১ জুলাই এক ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও মহমেডান।

🔹 ISL, I-League ও বিশেষ দলগুলি

ডুরান্ড কাপে অংশ নিচ্ছে ৬টি আইএসএল দল, যার মধ্যে রয়েছে—

  • মোহনবাগান সুপার জায়ান্ট
  • ইস্টবেঙ্গল
  • নর্থইস্ট ইউনাইটেড
  • জামশেদপুর এফসি
  • পাঞ্জাব এফসি
  • লাদাখ এফসি (বিশেষ আকর্ষণ, ১১,০০০ ফুট উচ্চতায় খেলা দল)

🏆 ট্রফি উন্মোচন ফোর্ট উইলিয়ামে

ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়েছিল ফোর্ট উইলিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আয়োজক কমিটির চেয়্যারম্যান মোহিত মালহোত্রা, ভাইস চেয়্যারম্যান রাজেশ অরুণ মোঘে-সহ অনেকে।

উদ্বোধনী ম্যাচ:
ইস্টবেঙ্গল vs সাউথ ইউনাইটেড এফসি
ভেন্যু: যুবভারতী ক্রীড়াঙ্গন
তারিখ: ২৩ জুলাই ২০২৫

ভারতীয় ফুটবলের ঐতিহ্যকে সম্মান জানিয়ে আবারও মাঠে ফিরছে ডুরান্ড কাপ। এবার নতুন দল, বিদেশি উপস্থিতি, বাড়তি পুরস্কার এবং চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবগুলির লড়াই—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য এক জমজমাট মরশুম অপেক্ষা করছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!