Durand Cup 2025 Final: ডায়মন্ড হারবারের হারের পর প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দোপাধ্যায়

Durand Cup 2025 Final: ডায়মন্ড হারবারের হারের পর প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দোপাধ্যায়

কলকাতা: শেষ হল ১৩৪তম ডুরান্ড কাপ (Durand Cup 2025)। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) কাছে ১-৬ গোলে পরাজিত হয় ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। তবে এই হার সত্ত্বেও প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই ফাইনালে পৌঁছনোর জন্য বাংলার ফুটবলপ্রেমীরা ডায়মন্ড হারবারকে কুর্নিশ জানিয়েছেন। এবার এই ম্যাচ নিয়ে মুখ খুললেন ক্লাব সভাপতি তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রথমবার ডুরান্ড কাপে অংশ নিয়েই ইস্টবেঙ্গল ও জামশেদপুরের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে ওঠে ডায়মন্ড হারবার এফসি। দলের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত অভিষেক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন –
“বাংলা গতকাল আমাদের গর্বিত করেছে। ডায়মন্ড হারবার প্রথম ডুরান্ড কাপে নেমেই লড়াই করে ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, যা এর আগে অভিষেক ঘটানো কোনও দল করতে পারেনি। আপনারা সমর্থন দিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, আমরা খেতাব জিততে পারিনি, তবে ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করেছে।”

👉 পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেডকে দ্বিতীয়বার ডুরান্ড কাপ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। সেইসঙ্গে আই লিগে বাংলার একমাত্র প্রতিনিধি হিসেবে ডায়মন্ড হারবার এফসির পাশে থাকার আবেদনও করেছেন তিনি।

সভাপতির কথায় –
“আমরা প্রতিজ্ঞা করছি, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেব। আরও শক্তিশালী হয়ে ফিরব। প্রতিটি দুর্বলতা শক্তিতে বদলাব। প্রতিটি হতাশা আমাদের কামব্যাকের পথ তৈরি করবে। বাংলাকে গর্বিত করতে আমরা আবারও মাঠে নামব।”

ফাইনালে হারের পরও ইতিবাচক বার্তা দিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের এই বক্তব্য। এখন নজর থাকবে আই লিগে জবি জাস্টিনদের পারফরম্যান্সের দিকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!