দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সফল উৎক্ষেপণ! দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে শুভাংশু, স্পেসএক্স ‘ড্রাগন’-এর মাধ্যমে নতুন ইতিহাস

সফল উৎক্ষেপণ! দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে শুভাংশু, স্পেসএক্স 'ড্রাগন'-এর মাধ্যমে নতুন ইতিহাস

সফল উৎক্ষেপণ! রাকেশ শর্মার ৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্ল, ‘ড্রাগন’-এ শুরু নতুন অধ্যায়।

বাঙালির জন্য গর্বের দিন! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সফলভাবে মহাকাশের উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটেফ্যালকন ৯’ রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় স্পেসএক্সের ড্রাগন মহাকাশযান। এই অভিযানের নাম—‘অ্যাক্সিয়ম-৪’। এর সঙ্গেই রাকেশ শর্মার ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখলেন শুভাংশু।

উৎক্ষেপণের ঘণ্টাখানেক আগেও দেখা দিয়েছিল এক প্রযুক্তিগত ত্রুটি। জানা যায়, মহাকাশযানে আবহাওয়া সংক্রান্ত তথ্য আপলোড হচ্ছিল না। কিন্তু, বিজ্ঞানীরা দ্রুত সেই সমস্যা মিটিয়ে নেন। এরপর নির্ধারিত সময়েই লঞ্চ প্যাড ৩৯এ থেকে আকাশে উড়ে যায় ফ্যালকন ৯।

কারা রয়েছেন এই অভিযানে?

এই অভিযানে চার নভশ্চর অংশ নিয়েছেন—

  • শুভাংশু শুক্ল (ভারত) – পাইলট
  • রেগি হুইটসন (যুক্তরাষ্ট্র) – কমান্ডার
  • স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি (পোল্যান্ড)
  • টিবর কাপু (হাঙ্গেরি)

এই অভিযানে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্তত ১৪ দিন অবস্থান করবেন এবং ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালাবেন। এই মিশনের জন্য তাঁরা গত এক মাস নিভৃতবাসে (Quarantine) ছিলেন, যাতে মহাকাশে যাওয়ার আগে কোনও রকম সংক্রমণ না ঘটে।

ভারতীয় গর্বের মুখ শুভাংশু শুক্ল

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু বর্তমানে ভারতীয় বায়ুসেনায় গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত। তাঁকে এই অভিযানের জন্য বেছে নিয়েছিল ISRO ও NASA। তাঁর বিকল্প ছিলেন আর এক ভারতীয়—প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। তবে মূল অভিযাত্রী হিসাবে শুভাংশুকেই বেছে নেওয়া হয়।

এই অভিযান কেন গুরুত্বপূর্ণ?

  • ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন।
  • ২০২5 সালে শুভাংশু শুক্ল দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাসে নাম লেখালেন।
  • ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এটি একটি নতুন মাইলস্টোন
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!