ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, মার্কিন ফেডারেল কোর্টে বড় ধাক্কা! এবার কী করবেন প্রেসিডেন্ট?

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, মার্কিন ফেডারেল কোর্টে বড় ধাক্কা! এবার কী করবেন প্রেসিডেন্ট?

আন্তর্জাতিক ডেস্ক – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল ফেডারেল সার্কিট আপিল আদালত। আদালতের মতে, শুল্ক আরোপে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। তবে আদালত এখনও শুল্ক স্থগিত করেনি। ফলে অন্তত ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এই নয়া করনীতি। এর মধ্যে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দেওয়া হবে।


আদালতের রায় কী বলছে?

  • আদালতের পর্যবেক্ষণ: ট্রাম্প প্রশাসন International Emergency Economic Powers Act (IEEPA)-র আওতাকে অতিক্রম করেছে।
  • শুল্ক আরোপে রাষ্ট্রপতির যে ক্ষমতা, তার সীমা লঙ্ঘিত হয়েছে।
  • তবে ব্যবসায়িক স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শুল্ক বাতিল করা হয়নি।

ট্রাম্পের প্রতিক্রিয়া

রায়ের পরেই Truth Social-এ ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি লেখেন—

“সব শুল্ক এখনও বহাল রয়েছে। আদালত ভুল বলেছে। শেষ পর্যন্ত আমেরিকাই জিতবে। শুল্ক তুলে নিলে আমেরিকা ভয়ঙ্কর অর্থনৈতিক ধাক্কা খাবে।”

অর্থাৎ আদালতের রায়কে পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন মার্কিন প্রেসিডেন্ট।


ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন

সম্প্রতি ভারতকেও ছাড় দেননি ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে দুই দফায় ভারতের উপর ৫০% পর্যন্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। এর জেরে ভারত–আমেরিকা সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। এমনকি খবর মিলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার ফোন করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা ধরেননি।


আগামী দিনে কী হতে পারে?

  • সুপ্রিম কোর্টে আপিল: ১৪ অক্টোবরের আগে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট।
  • বাণিজ্যে প্রভাব: বিশ্ববাজারে আমদানি-রপ্তানিতে অস্থিরতা বাড়তে পারে।
  • রাজনৈতিক চাপ: মার্কিন কংগ্রেসও এবার ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে সরব হতে পারে।

মূল সারসংক্ষেপ

  • মার্কিন আপিল আদালত ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছে।
  • তবে ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে শুল্ক।
  • ট্রাম্প বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং শেষ পর্যন্ত জয়ী হবেন।
  • ভারত–আমেরিকা বাণিজ্যে টানাপোড়েন বাড়ছে এই নীতির কারণে।

শেষকথা

ট্রাম্প আদালতের রায়ে বড় ধাক্কা খেলেও আপাতত শুল্কনীতি বহাল থাকছে। ফলে বিশ্ব অর্থনীতি ও কূটনীতিতে চাপ ক্রমশ বাড়ছে। এখন নজর থাকবে, মার্কিন সুপ্রিম কোর্টে এই লড়াই কোন দিকে মোড় নেয়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!