দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণে বর্ণময় আয়োজন: সেনার তলোয়ার দিয়ে কেক কাটলেন, নাচলেন মেলানিয়ার সঙ্গে

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণে বর্ণময় আয়োজন: সেনার তলোয়ার দিয়ে কেক কাটলেন, নাচলেন মেলানিয়ার সঙ্গে

ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট, তার দ্বিতীয়বার শপথগ্রহণের দিন বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে আরেকটি নজির সৃষ্টি করলেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক অনুষ্ঠানে যোগ দেন ট্রাম্প এবং একটি অনুষ্ঠানে সেনার তলোয়ার দিয়ে বিশাল কেক কাটেন। এই কেক কাটার দৃশ্য ও পরে কোমর দুলিয়ে টুইস নাচের ভিডিও সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে ওঠে।

কেক কাটার উন্মুক্ত দৃশ্য:
সোমবার ওয়াশিংটন ডিসির ওয়াল্ডার ই ওয়াশিংটন কনভেনশন সেন্টারে ‘কমান্ডার-ইন-চিফ বল’ শীর্ষক অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত ছিলেন। সেখানে সেনার তলোয়ার দিয়ে তিনি একটি বড় কেক কাটেন, যা ছিল মার্কিন প্রেসিডেন্টের আকাশযান ‘এয়ারফোর্স ওয়ান’-এর নতুন নকশায় সাজানো। এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এবং তার স্ত্রী উষা চুলুকুরি ভ্যান্স।

ট্রাম্পের নাচ: বর্ণময় পরিবেশে তার অনন্য মুহূর্ত
কেক কাটার পর ট্রাম্পের আচরণ আরও চমকপ্রদ হয়। ভিডিওতে দেখা যায়, কেক কাটার পরে তিনি তরোয়াল হাতে নাচতে শুরু করেন। প্রথমে ক্যামেরার বিপরীত দিকে দাঁড়িয়ে থাকলেও, কিছু সময় পর ট্রাম্প সামনে ঘুরে হাসি মুখে টুইস নাচ শুরু করেন। একসময় মেলানিয়া ট্রাম্পও তাকে যোগ দেন এবং তারা একসঙ্গে নাচেন। এই মুহূর্তটি ছিল ট্রাম্পের দ্বিতীয় শপথগ্রহণের পর তাদের প্রথম একসঙ্গে নাচার দৃশ্য।

ভাইরাল ভিডিও: মেলানিয়ার সঙ্গে নাচ ও গুপ্তচর সংস্থা মন্তব্য
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে এবং এই অদ্ভুত ও মজার দৃশ্য দেখে অনেকেই রসিকতা করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মজার মন্তব্য করেন, “এই দৃশ্য দেখে নিশ্চয়ই মার্কিন গুপ্তচর সংস্থা ঘাবড়ে যাচ্ছে।” তবে, ট্রাম্পের এই উল্লাসপূর্ণ মুহূর্ত পুরো আমেরিকা ও বিশ্ববাসীকে এক নতুন বার্তা দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার শপথগ্রহণের পর এই বর্ণময় অনুষ্ঠান আমেরিকার রাজনীতি ও সংস্কৃতিতে নতুন এক চিত্র রেখেছে। সেনার তলোয়ার দিয়ে কেক কাটার পর তার কোমর দুলিয়ে নাচ ট্রাম্পের শখ ও এক নতুন আঙ্গিকে তার নেতৃত্বের স্টাইলকে প্রতিফলিত করেছে। তার এই অসাধারণ মুহূর্তের ভিডিও এখন সোশাল মিডিয়া মাতিয়ে রেখেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!