দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ঢাকে কাঠি, দিঘার জগন্নাথ মন্দিরে শুরু প্রাক-মাঙ্গলিক অনুষ্ঠান, ধুমধাম করে হলো কলসযাত্রা

ঢাকে কাঠি, দিঘার জগন্নাথ মন্দিরে শুরু প্রাক-মাঙ্গলিক অনুষ্ঠান, ধুমধাম করে হলো কলসযাত্রা

দিঘা, ২৫ এপ্রিল ২০২৫:
দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঢাকে কাঠি পড়ে গেছে। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে শুভ উদ্বোধন হতে চলেছে দিঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের। তার আগেই শুক্রবার থেকে শুরু হয়ে গেল প্রাক-মাঙ্গলিক অনুষ্ঠান। কলসযাত্রার মাধ্যমে সূচনা হলো এই ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ যাত্রার।

দিঘা সৈকতের নিকটে নির্মিত হয়েছে ঐতিহ্যবাহী ওড়িশা ধাঁচের এই জগন্নাথ মন্দির। এর উদ্বোধনের আগে মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে একাধিক শুভ কর্মসূচি। শুক্রবার সকালেই ২০ জন মহিলা হাতে মঙ্গলঘট নিয়ে মন্দিরের গর্ভগৃহ এবং গোটা মন্দির প্রদক্ষিণ করেন। সঙ্গে বেজে ওঠে মঙ্গল শঙ্খ আর ঢাকের আওয়াজ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এই কলসযাত্রার ভিডিও এবং ছবি শেয়ার করে লেখেন, “ভক্তরা কলস যাত্রায় অংশ নিয়েছিলেন। প্রাণ প্রতিষ্ঠা হবে। অক্ষয় তৃতীয়ায় শুভ উদ্বোধন।”

পুরীর ছায়া দিঘায়, প্রস্তুত রাজেশ দ্বৈতাপতি

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের বিশিষ্ট সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। তিনি দিঘা মন্দিরের উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। মন্দিরে ইতিমধ্যেই আনা হয়েছে বিভিন্ন পবিত্র সামগ্রী, আর আয়োজন চলছে পুরোদমে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, রামনগর-১ ব্লকের বিডিও পূজা দেবনাথ এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

আলোয় সেজে উঠেছে গোটা দিঘা

শুধু মন্দির নয়, গোটা দিঘা এখন উৎসবের আমেজে ভাসছে। রাস্তাঘাট, গাছ, বাড়ির সামনের দেয়াল, ল্যাম্পপোস্ট—সবখানেই ঝলমল করছে রঙিন আলো আর মন্দিরের থিম অনুযায়ী মিনিয়েচার সাজসজ্জা। বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থাও রাখা হয়েছে একেবারে কড়া নজরে।

মন্দিরের সামনে তৈরি করা হচ্ছে ‘চৈতন্যদ্বার’, যেখানে হবে বিশেষ যজ্ঞ। অরুণ স্তম্ভের পূর্বদিকে খড়ের তিনটি চালা নির্মাণ করা হয়েছে যজ্ঞের জন্যই।

শুধু আর কয়েকটা দিন, তারপরই শুভ উদ্বোধন

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনেই হবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা। দিঘা জুড়ে এখন শুধু অপেক্ষার প্রহর গোনা। দলে দলে মানুষ আসতে শুরু করেছেন দিঘায়। হোটেলগুলোতে বুকিং প্রায় পূর্ণ।

এই জগন্নাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অখণ্ড শান্তি, ধর্মীয় ভাবগম্ভীরতা আর চোখজুড়ানো স্থাপত্য—সব মিলিয়ে দিঘার জগন্নাথ মন্দির এক নতুন যুগের সূচনা করতে চলেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!